সেঞ্চুরিয়নে ৩ দিনে হারল পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৩ দিনেই টেস্ট হারল পাকিস্তান।
নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮১ রানে। জবাবে বড় সংগ্রহ গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকাও। তারা নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয় ২২৩ রান করে।
লিড নাগাল ছাড়া না হলেও দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে তাদের ইনিংস থেমেছে ১৯০ রানে।
ফলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৪৯ রান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রান যোগ করার আগেই ওপেনার মার্করামের উইকেট হারায় প্রোটিয়ারা।
দ্বিতীয় উইকেট জুটিতে ১১৯ রান যোগ করেন হাসিম আমলা ও ডিন এলগার। এলগার অর্ধশতক তুলে নিয়ে সাজঘরে ফেরার পর দ্রুতই আউট হয়েছেন ডি ব্রুইন (১০)।

এরপর অধিনায়ক ফাফ ডুপ্লেসিস কোনো রান যোগ না করেই আউট হয়েছেন। ফলে চাপে পড়ে প্রোটিয়ারা। পঞ্চম উইকেটে টেম্বা বাভুমাকে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন হাসিম আমলা।
আমলা ৬৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। আর তাঁর সঙ্গী বাভুমা ১৩ রান নিয়ে মাঠ ছেড়েছেন অপরাজিত থেকে। পাকিস্তানের হয়ে হাসান আলী, শাহীন আফ্রিদি, ইয়াসির শাহ ও শান মাসুদ নিয়েছেন ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান ১ম ইনিংসঃ ১৮১/১০ (৪৭ ওভার)
(বাবর আজম ৭১, আজহার আলী ৩৬) (ওলিভার ৬/৩৭)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসঃ ২২৩/১০ (৬০ ওভার)
(ডি কক ৪৫, বাভুমা ৫৩) (আমির ৪/৬২, আফ্রিদি ৪/৬৪)
পাকিস্তান ২য় ইনিংসঃ ১৯০/১০ (৫৬ ওভার)
(শান মাসুদ ৬৫) (ওলিভার ৫/৫৯)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংসঃ ১৫১/৪ (৫০.৪ ওভার)
(আমলা ৬৩, এলগার ৫০) (ইয়াসির ১/২০, শান ১/৩)