মরগান ১৬, মাশরাফি ১৩

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ জয়ের দিক থেকে দ্বিতীয়তে অবস্থান করছেন মাশরাফি বিন মর্তুজা।
চলতি বছর ২০টি ওয়ানডে ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে ১৩টিতেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ফলে অধিনায়ক মাশরাফির এবছরের জয়ের শতাংশ দাঁড়িয়েছে ৬৫তে।
মাশরাফির আগে ২২টি ওয়ানডেতে ১৬টি জয় নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। তাঁর জয়ের শতাংশ ৭৬.১৯।

সর্বোচ্চ জয় পাওয়া অধিনায়কের তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন যথাক্রমে আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান এবং ভিরাট কোহলি।
এবছর দেশকে ১৬টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ১১টিতেই জয় নিয়ে এসেছেন আফগান দলপতি। ফলে অধিনায়ক হিসেবে তাঁর জয়ের শতাংশ দাঁড়িয়েছে ৭১.৮৭।
অপরদিকে ভারতীয় অধিনায়ক কোহলি মোট ১৪টি ওয়ানডেতে জয়ের দেখা পেয়েছেন ৯টিতে। যেখানে তাঁর জয়ের শতাংশ ৬৭.৮৫।
তালিকাটির পঞ্চমে যৌথভাবে অবস্থান নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড এবং পাকিস্তানের সরফরাজ আহমেদের।
১১টি ওয়ানডেতে ৮টিতে জয় পেয়েছেন কিউই দলপতি উইলিয়ামসন। ৭২.৭২ শতাংশ জয় রয়েছে তাঁর। অপরদিকে পোর্টারফিল্ড এবং সরফরাজ ৮টিতে জয় পেতে খেলেছেন ১৩ এবং ১৮টি ওয়ানডে ম্যাচ।