বর্ষসেরা সাফল্য এশিয়া কাপের ফাইনালঃ রোডস

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি বছরের শেষ ম্যাচটি খেলে ফেললো বাংলাদেশ। বছরের শেষ ম্যাচটি হার দিয়ে শেষ করলেও পুরো বছরটি মন্দ যায়নি বাংলাদেশ দলের। বছরের সেরা কৃতিত্বের কথা বলতে গেলে অবশ্যই আনতে হবে এশিয়া কাপের ফাইনালের কথা।
ভারতের বিপক্ষে ম্যাচটি অল্পের জন্য হেরে গিয়েছিল বাংলাদেশ। কোচ স্টিভ রোডসের চোখেও বছর সেরা সাফল্যের কাতারে শীর্ষস্থানে থাকছে এশিয়া কাপের ফাইনাল। উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের পরে গণমাধ্যমের সামনে রোডস জানান,
'এশিয়া কাপে আমরা ফাইনাল খেলেছি। এটা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়। আমরা সেই ম্যাচটি কোনভাবে জিতে যেতে পারতাম। শেষ বল পর্যন্ত খেলেছি সেখানে।'

রোডস কোচ হয়ে আসার আগে আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। একথাও মনে করিয়ে দিয়েছেন টাইগার হেড কোচ। এছাড়া উইন্ডিজের মাটিতে দুটো সিরিজ জয়কেও বড় করে দেখছেন তিনি।
'আমি আসার আগেই বাংলাদেশ আফগানিস্তানের সাথে সিরিজ খেলেছিল এবং সেখানে হেরেছিল। তবে তাঁর আগে বাংলাদেশ অবশ্যই ভালো ক্রিকেট খেলেছে।
'এরপরেও বাংলাদেশ ভালো খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা টেস্টে হারলেও বাকী দুইটি সিরিজ জিতেছি।'
সবশেষে রোডস মনে করিয়ে দিলেন আগামী বছরের শুরুতে টাইগারদের নিউজিল্যান্ড সফরের কথা। নিউজিল্যান্ডে পা রাখার আগে কিছু জায়গায় উন্নতি করা দরকার বলেও মনে করছেন তিনি।
'অবশ্যই কিছু জায়গা আছে যেখানে আমাদের উন্নতি করতে হবে। এছাড়া দেশের বাইরের ম্যাচগুলোতে আমাদের উন্নতি করতে হবে। নিউজিল্যান্ডে আমাদের সিরিজ আছে সেখানে আমাদের ভালো খেলতে হবে।'