ওয়ার্নকে ছাড়িয়ে যাবেন লায়ন!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অজি কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নের সাথে হালের নাথান লায়নের তুলনা করেছেন সাবেক অস্ট্রেলিয়ান বোলার অ্যাশলি ম্যালেট। তাঁর মতে ধারাবাহিক বোলিং করতে পারলে ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু হবে না লায়নের জন্য।
১৩২টি টেস্ট উইকেটের মালিক ম্যালেট জানিয়েছেন ওয়ার্ন বোলিং করার সময় যেমন ব্যাটসম্যানেরা খুব বেশি সরে যেতেন না কিংবা পা ব্যবহার করতে না ঠিক তেমনই লায়নের বলেও একই কাজ করেন প্রতিপক্ষের ব্যাটসম্যানেরা,
'আমি যেটি লক্ষ্য করেছি যে ব্যাটসম্যানেরা ক্রিজে তাঁর বশ হয়ে থাকছে, তারা লেন্থও পরিবর্তন করার চেষ্টা করছে না। ওয়ার্নের বিপক্ষে খেলার সময়েও ব্যাটসম্যানেরা একই কাজ করতো। তারা নিজেদের পা ব্যবহারই করতে পারতো না', বলেন ম্যালেট।

শুধু তাই নয়, ৩১ বছর বয়সী লায়ন ক্যারিয়ার শেষ হওয়ার আগে সহজেই ৭০০ উইকেট শিকারের কীর্তি গড়তে পারবেন বলে বিশ্বাস সাবেক অজি স্পিনার ম্যালেট।
এর জন্য লায়নকে ফিট থাকতে হবে যথেষ্ট উল্লেখ করে ম্যালেট বলেন, 'যতক্ষণ না সে ইনজুরিতে পড়ে এবং নিজেকে ফিট রাখতে পারে, ততক্ষন সে এভাবেই এগিয়ে যেতে পারবে বল হাতে।'
নাথান লায়নকে অজি বোলিং আক্রমণের অপরিহার্য অংশ উল্লেখ করে ম্যালেট আরও বলেন, 'সে সর্বদাই নিজেকে ফিট রাখতে চেষ্টা করে। সে দুর্দান্ত একজন বোলার। সে বোলিং আক্রমণের অপরিহার্য অংশ। গত বছর থেকেই সে অসাধারণ বোলিং করে আসছে।'
উল্লেখ্য এখন পর্যন্ত ৮২টি টেস্ট খেলে ৩৩৪টি উইকেট শিকার করেছেন ৩১ বছর বয়সী লায়ন। যেখানে এই বয়সে শেন ওয়ার্ন নিয়েছিলেন ৮৪টি টেস্টে ৩৬৬ উইকেট। ৩৭ বছর বয়সে অবসর নেয়া ওয়ার্ন পরবর্তীতে থেমেছিলেন ৭০৮ উইকেট নিয়ে।
সুতরাং বলা যায় আরও ছয় বছর খেলতে পারলে ওয়ার্নের কাছাকাছি পৌঁছানো হয়তো কঠিন হবে না লায়নের জন্য। বর্তমানে তাঁর সামনে রয়েছে অস্ট্রেলিয়ান আরেক কিংবদন্তী বোলার ডেনিস লিলিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।
আর মাত্র ২২টি উইকেট নিতে পারলেই সাবেক এই অজি পেসারকে টপকে যাবেন লায়ন। অবসরের আগে ৭০টি টেস্টে ৩৫৫ উইকেট শিকার করেছিলেন লিলি।