'কোচ নির্বাচন প্রক্রিয়া অবৈধ'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের নারী ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে সাবেক ক্রিকেটার উরকেরি ভেনকাট রমনকে নিয়োগ দেয়াতে সন্তুষ্ট হতে পারেননি কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেরের (সিওএ) সদস্য দিয়ানা এডুলজি।
সিওএর প্রধান বিনোদ রাইকে পাঠানো একটি ইমেইল বার্তায় এডুলজি এই কোচ নিয়োগের বিষয়কে অসাংবিধানিক এবং অবৈধ বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে কোচ নির্বাচনের বিষয়টি শুধুমাত্র দেখভাল করার কথা ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির (সিএসএ)। এডুলজি লিখেছেন,

'নারী ক্রিকেট দলের কোচ নির্বাচনের পুরো প্রক্রিয়াটি ছিলো অসাংবিধানিক। আমি আবারো বলছি যে আমরা লোধা কমিটিকে পুনরায় ফিরিয়ে এনেছি যেখানে বলা হয়েছে ভারতীয় দলের কোচ শুধু মাত্র নির্বাচন করবে সিএসি। আপনাদের অ্যাড হক কমিটি নির্বাচনের ক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত শুধুমাত্র অসাংবিধানিকই নয়, বরং অবৈধও।'
উল্লেখ্য ভারতের সাবেক ক্রিকেটার রমনকে নারী দলের নতুন কোচ হিসেবে বৃহস্পতিবার নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের সাবেক এই ওপেনার ১১টি টেস্টে ৪৪৮ রান সংগ্রহ করেছেন রমন, যেখানে চারটি অর্ধশতক ছিল তাঁর।
মূলত অ্যাড-হক কমিটির পক্ষ থেকে সুপারিশ করা তিনজন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল রমনের। তাঁর সাথে আরও দুইজন প্রার্থী ছিলেন দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার এবং ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক কোচ গ্যারি কারস্টেন এবং ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ।