সাকিবের পাশে কেউ নেই

ছবি: সাকিব আল হাসান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২৬তম ক্রিকেটার হিসেবে ৫ উইকেট দখল করেছেন সাকিব। এর আগে তিনি মাত্র ২৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ২১১ রানের বড় পুঁজি এনে দিয়েছিলেন।
এই অলরাউন্ড পারফর্মেন্সে বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ৪০ এর বেশি রান ও বল হাতে ৫ উইকেট নিয়েছেন।

ফলে, এই রেকর্ড তালিকায় সাকিব নিঃসঙ্গ। তাছাড়া, অষ্টম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন সাকিব। এই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন তিনি।
এর আগে এই কীর্তি আছে শুধু অজন্তা মেন্ডিস, উমর গুল, টিম সাউদি, ইমরান তাহির, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার এবং লাসিথ মালিঙ্গার। সাকিব জানিয়েছেন দলের জন্য অবদান রাখতে পেরেই দারুণ আনন্দিত তিনি।
'আমি সবসময় যেটা বলি অবদান রাখতে পারলে ভালো লাগে। আজকে যেহেতু বড় পরিসরে করতে পেরেছি অবশ্যই ফিলিংসটা একটু বেটার। এরকম কন্ডিশনেও আমি আশা করি নাই ৫ উইকেট পেয়ে যাব। আসলে উইকেট পাওয়া একটু ভাগ্যের বাপার। আরেকটা জিনিস যেটা আছে আমার কাজটা করতে হবে, আর ভাগ্য সাথে থাকাটা জরুরি। তো দুইটাই আজকে ছিল।'
বল হাতে ৫ উইকেট নিলেও ব্যাট হাতে ৪২ রানের ইনিংসটাকে বিশেষ ভাবে মূল্যায়ন করেছেন সাকিব। সাকিব মনে করেন তিনি এই ইনিংসটা গড়তে না পারলে ব্যাটিং অর্ডারে আরেকটি ধস নামার সম্ভাবনা থাকত।
'আমার কাছে যেটা মনে হয় ব্যাটিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল ওই সময়। কারণ যেটা বললাম, ওই সময় আমাদের দুইজনের একজনের উইকেট পড়ে যেত, আর পরের ব্যাটসম্যা্ন যদি আউট হয়ে যেত তাড়াতাড়ি তাহলে এরকম রান আমাদের হতো না। একটা সময় যখন পর পর দুই উইকেট পড়ে গেল আমি চিন্তা করেছি যে আমাদের ধস আবার হয়ে যাবে কি না। তো ওই সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।'