নিরবতা ভাঙ্গতে যাচ্ছেন স্টিভ স্মিথ

ছবি: স্টিভ স্মিথ, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বল টেম্পারিং ইস্যুতে নিষিদ্ধ সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ অবশেষে মুখ খুলতে যাচ্ছেন গণমাধ্যমের সামনে। সর্বশেষ কেপটাউন টেস্টের পর সংবাদ সম্মেলনে আবেগঘন বক্তব্য দিয়েছিলেন স্মিথ।
এবার মোবাইল ফোন কোম্পানি ভোডাফোনের জন্য একটি প্রচারনা অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য গণমাধ্যমের সামনে আসছেন তিনি। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে সাবেক এই অজি অধিনায়কের।

এদিকে অনুষ্ঠানটি অংশ নেয়ার আগে এক বিবৃতিতে ২৯ বছর বয়সী স্মিথ জানিয়েছেন সবকিছু পেছনে ফেলে আবারো নতুন করে সামনে এগিয়ে যেতে চান তিনি। ভুল থেকে শিক্ষা নিয়ে আরো ভালোভাবে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে স্মিথ বলেছেন,
'আমি অবশ্যই বেশ কঠিন সময় পার করেছি। প্রত্যেকেই ভুল করে। তবে এটি অনেক গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে তা মোকাবেলা করবেন কিংবা সাড়া দিবেন। আমি আগের থেকে আরও ভালোভাবে ফিরে আসতে চাই।'
কেপটাউন টেস্টে নিষিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কানাডা এবং ক্যারিবিয়ানদের মাটিতে টি টুয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন স্মিথ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরে দারুণ আনন্দিত এই ক্রিকেটার বলেছেন,
'আমি কিছুটা অন্ধকারের মধ্যেই ছিলাম। এটি আমাকে ভাবতে শিখিয়েছে যে অন্য মানুষেরা কিসের মধ্য দিয়ে যায় এবং এই ধরণের কঠিন সময়ে কিভাবে তাঁদের কাজ করা উচিৎ। এটি শুধুমাত্র সৎ থাকা এবং দায়িত্ব নেয়ার বিষয়। তবে আবারও ফিরে আসাটা দারুণ। একটি প্রতিযোগিতার মধ্যে ফিরতে পারাটা অনেক কিছু।'