ব্যাটসম্যানদের ব্যর্থতার দায়ভার নিতে চান না সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেটে উইন্ডিজদের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতার দায়ভার নিতে চান না অধিনায়ক সাকিব আল হাসান। একমাত্র সাকিব ছাড়া দলের উপরের সারির ব্যাটসম্যানদের কেউই দুই অংকের ঘরে যেতে পারে নি।
এমনকি ২০ বলও খেলতে পারেননি কেউ। উইন্ডিজ বোলাদের বাউন্সার থিউরির বিপক্ষে টিকতে পারেনি কেউই। পুল শট খেলতে গিয়ে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার তামিম, লিটন ও তিন নম্বরে নামা সৌম্য।

দিনের সফল ব্যাটসম্যান সাকিবের ব্যাট থেকে এসেছে ৬১ রান। ম্যাচ শেষে সাকিব বলেছেন, 'আপনি অবশ্যই দলের অন্য ব্যাটসম্যানদের জিজ্ঞেস করতে পারেন, কেন তাঁরা ভালো ব্যাট করেনি।
'সবার ব্যর্থতার জবাব আমার কাছে নেই। যেমনটা আমি বলছিলাম, আজ আমাদের কিছুই ভালো যায়নি। আমরা যা চেষ্টা করেছি, তা কাজে লাগাতে পারিনি। ম্যাচ থেকে শেখার অনেক কিছুই আছে আমাদের।'
দলের ব্যাটসম্যানের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটিং সহায়ক উইকেটে এক ওভার বাকি থাকতেই মাত্র ১২৯ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। যেই লক্ষ্য উইন্ডিজ ব্যাটসম্যানরা দুই উইকেট হারিয়ে মাত্র এগারো ওভারেই ছাড়িয়ে যায়।
সাকিবের মতে, প্রতিযোগিতায় আসতে হলে বাংলাদেশকে কমপক্ষে ১৭৫-১৮০ রান করতে হত। তাঁর ভাষায়, 'আজকে টস ছাড়া সবকিছুই আমাদের বিপক্ষে গিয়েছে। আমরা ভালোভাবে ব্যাট করতে পারিনি, এমনকি ভালো বোলিংও করিনি। উইকেট ভালো ছিল, আমরা অন্তত ১৭৫ রান করতে পারতাম।'