উইন্ডিজকে তিন সিরিজেই হারাতে চায় বাংলাদেশ

বাংলাদেশের অনুশীলনে স্টিভ রোডস
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


উইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত একসাথে তিন ফরম্যাটের সিরিজ জিতেনি বাংলাদেশ। কখনো ওয়ানডে ও টেস্ট সিরিজ জিতলে টাইগাররা টি-টুয়েন্টি সিরিজ হেরেছে।


আবার কখনও টেস্ট সিরিজ হারার পর ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে এবার তিন ফরম্যাটের সিরিজ জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশ দলের।


promotional_ad

বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস মনে করেন উইন্ডিজকে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারানোর পর টি-টুয়েন্টিতেও তাদের হারানো সম্ভব। শনিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন রোডস।


'অবশ্যই সম্ভব। খেলাটা কঠিন। আপনি জিতেন এবং আপনি হারেন। কখনও কখনও আপনি জানেন না আপনি কেন জিতেছেন এবং কেন আপনি হেরেছে। তাই আমি ভবিষ্যদ্বাণী করতে যাচ্ছি না। আমি বলবো আমরা বাংলাদেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।'


টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর ক্যারিবিয়ানরা টি-টুয়েন্টি সিরিজটি নিজেদের করে নিতে মরিয়া। টাইগার কোচও মনে করেন তারা কোনো সিরিজ ছাড়া দেশে ফিরতে চাইবেনা। ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জেতে বেশ কঠিন কাজ। 


'আমরা জানি যে আমরা ওদের তিনটি সিরিজেই হারাতে আমাদের ভালো লাগবে। এই দলটি ভারতের বিপক্ষে সিরিজে ম্যাচ জিতেছে, আমাদের বিপক্ষেও জিতেছে। অবশ্যই তারা কোনো সিরিজ না জিতে ক্যারিবিয়ানে ফিরতে চাইবে না। তাই এটা অনেক কঠিন।'


তবে এই সিরিজ জেতার জন্য তাঁর দল নিজেদের সেরাটা উজাড় করে দিবে বলে জানিয়েছেন রোডস, 'আমি বাংলাদেশের সব ক্রিকেট ভক্তকে বলতে পারি, তিনটি সিরিজই জিততে আমরা নিজেদের উজাড় করে দিবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball