তারুণ্যে আশাবাদী উইন্ডিজ স্পিন কোচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের দলে ফিরেছেন উইন্ডিজ তারকা এভিন লুইস। তাকে ছাড়াই ভারত সফরে খেলেছিল ক্যারিবিয়ানরা। এছাড়া দলে জায়গা ধরে রেখেছেন নিকোলাস পুরানের মতো তরুণরা।
উইন্ডিজ দলের বেশিরভাগ ক্রিকেটরই এখন তরুণ। তারুণ্যে ভরা এই দলটিতেই বিশ্বাস রাখছেন উইন্ডিজ দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের। এই তরুণ ক্রিকেটারদের সাথে কাজ করা আনন্দদায়ক বলেও মনে করেন তিনি।

'এভিন লুইস ফিরে এসেছে। পুরাণ দারুণ ক্রিকেট খেলছে। অন্য ছেলেরা আছে। আমি যেমনটা বললাম তরুণেরা। কিন্তু এখন তাদের শুধু লম্বা সময় খেলার এবং ম্যাচ জয় করার বিষয়টা বুঝতে হবে। আমি পুরোপুরি বিশ্বাস করি যে, তারা ভালো ক্রিকেটার, তারাই সে??া, তাদের সাথে কাজ করা আনন্দদায়ক। আমি মনে করি তারা অনেক ভালো ক্রিকেট খেলে যাচ্ছে।'
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর, টি-টুয়েন্টি সিরিজ নিয়ে বেশ আশাবাদী এই উইন্ডিজ কোচ। টি-টুয়েন্টিতে উইন্ডিজের পারফর্মেন্স বড় স্বপ্ন দেখাচ্ছে তাকে।
তিনি, মনে করেন উইন্ডিজ যে ধরণের ক্রিকেট খেলে, তা টি-টুয়েন্টি ক্রিকেটের সঙ্গে বেশ মানানসই। তারা টেস্ট ও ওয়ানডেতেও উন্নতি করছে বলে মনে করেন মুস্তাক আহমেদ।
'এটা ক্রিকেটের এমন একটা ব্র্যান্ড যেমনটা উইন্ডিজ খেলে। তারা ভালো একটি টি-টুয়েন্টি দল। তারা ৫০ ওভারেও (ওয়ানডে) উন্নতি করছে। তারা টেস্ট ক্রিকেটেও উন্নতি করছে। এ কারণেই তারা ৫০ ওভারে এবং টেস্টে মনোযোগ দিচ্ছে। কিন্তু এটা একটি নতুন দল। এখানে অনেক তরুণ খেলোয়াড় আছে। তারা আন্তর্জাতিক ক্রিকেটের ব্র্যান্ডটা শিখছে। আশা করছি তারা দ্রুত অথবা দেরিতে দলের জন্য নিজেদের দক্ষতা প্রদান করতে পারবে।'