সেঞ্চুরি দিয়েই বিদায় গম্ভীরের

ছবি: ছবিঃ- পিটিআই

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লীর ফিরোজ শাহ কোটলায় সেঞ্চুরি পেয়েছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা গৌতম গম্ভীর। রঞ্জি ট্রফির ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ১১২ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন তিনি।
তাঁর ইনিংসে ছিল দশটি চারের মার। তাঁর সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে সাত উইকেটে ৪০৯ রান করেছে দিল্লী। ম্যাচের বাকী আর এক দিন।

দিল্লী অলআউট হওয়ার পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে অন্ধ্রপ্রদেশ। নিশ্চিত ড্র'য়ের পথে যাওয়া এই ম্যাচটিতে আর ব্যাটিং করার সুযোগ পাবেন না গম্ভীর, বলাই যায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় এক টুইট বার্তায় সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলে ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে দশ হাজারের বেশি রান করা এই ক্রিকেটার।
জাতীয় দলের হয়ে শেষবারের মতো ২০১৬ সালে মাঠে নেমেছিলেন গম্ভীর। আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া এই ক্রিকেটার ভারতের পোশাকে ১৪৭টি ওয়ানডেতে ৩৯.৬৮ গড়ে করেছেন ৫,২৩৮ রান।
এছাড়া ৫৮টি টেস্ট ম্যাচ খেলে ৪১.৯৫ গড়ে ব্যাট হাতে করেছেন ৪,১৫৪ রান। নয়’টি টেস্ট সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। ভারতের হয়ে ৩৭টি টি-টুয়েন্টি ম্যাচেও খেলেছেন গম্ভীর।