বিশ্বকাপ জিততে পারে উইন্ডিজঃ ব্রাভো

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জিততে পারে উইন্ডিজও; মনে করছেন দেশটির সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। দলটির তরুণ ক্রিকেটারদের ঘিরেই স্বপ্ন দেখছেন ব্রাভো।
শাই হোপ, শিমরণ হেটমায়ারদের মতো তরুণ প্রতিভাবানদের পাশাপাশি ক্রিস গেইল, মারলন স্যামুয়েলসদের মতো অভিজ্ঞ তারকাদেরও বিশ্বকাপের দলে চেয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই পরিচিত মুখ। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাভো জানান,

'শাই হোপ, হেটমায়ার- এরা যথেষ্ট প্রতিভাবান। তাঁরা খুব অল্প সময় খেলেই নিজেদের প্রমাণ করেছে। এখন শুধু তাঁদের পরিচর্যার প্রয়োজন। তাঁদের সুযোগ আছে। উইন্ডিজের বিশ্বকাপ পাওয়ার সুযোগ আছে।
'এটা তরুণ দল। খুবই তরুণ দল। এই দলে ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলসের মতো সিনিয়র তারকারাও আছে। যদিও এখনও দল ঘোষণা হয়নি। কিন্তু আমি মনে করি এই দুজনই সেখানে থাকবে।'
একইসঙ্গে এই বিশ্বকাপে সব দলেরই ভাল সুযোগ আছে মনে করছেন ব্রাভো। এমনকি আফগানিস্তানকেও সমীহ করছেন নিজের সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
'বিশ্বকাপে ভাল করার সুযোগ আছে সব দলেরই। এমনকি আফগানিস্তানেরও। তাঁরা এখন অনেক ভাল মানের ক্রিকেট খেলছে। খুবই দারুণ একটি বিশ্বকাপ হতে যাচ্ছে। কেননা সবারই বিশ্বকাপ জয়ের সুযোগ থাকছে।'