নতুন দলে সিক্সার্স তারকা

ছবি: লিয়াম প্ল্যাঙ্কেট, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বিগ ব্যাশ লীগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ইংলিশ পেস তারকা লিয়াম প্ল্যাঙ্কেট। ইংলিশ কাউন্টিতে সারের হয়ে খেলা এই ক্রিকেটার এরই মধ্যে বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সিলেট সিক্সার্সে খেলা প্ল্যাঙ্কেট এই প্রথম বিগ ব্যাশে মাঠে নামতে যাচ্ছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২১শে ডিসেম্বর মেলবোর্ন রেনিগেডসের বিপক্ষে প্রথম ম্যাচেই দেখা যেতে পারে ৩৩ বছর বয়সী এই ইংলিশ পেসারকে।
উল্লেখ্য ইংল্যান্ডের জার্সিতে প্ল্যাঙ্কেটের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৫ সালে। এরপর থেকে এখন পর্যন্ত ১৩টি টেস্টে ৪১ টি এবং ৭৪টি ওয়ানডেতে ১১৫টি উইকেট শিকার করেছেন তিনি।
এছাড়াও ২০টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচে তাঁর শিকার ২৩টি উইকেট। সম্প্রতি ওয়ানডের বোলার র্যাংকিংয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন প্ল্যাঙ্কেট। গত বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন প্ল্যাঙ্কেট।