চতুর্থ দিন পর্যন্ত ব্যাটিংয়ের পরিকল্পনা উইন্ডিজের

ছবি: শিমরন হ্যাটমিয়ার

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা টেস্টে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এই ম্যাচ পাঁচদিনে গড়াবে অনায়েসে। তবে ম্যাচের বর্তমান পরিস্থিতি অনুযায়ী তৃতীয় দিনে খেলা শেষ হলে অবাক হওয়ার কিছু থাকবেনা।
মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৫০৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানের মধ্যে ৫ উইকেট হারানো উইন্ডিজের সংগ্রহ ৭৫ রান।

উইন্ডিজের এখন মূল লক্ষ্য তৃতীয় দিনে ভালো ব্যাটিং করে প্রথম ইনিংসটি চতুর্থ দিন পর্যন্ত নিয়ে যাওয়া। মূলত শেষ বিকেলে হ্যাটমিয়ার ও ডওরিচের দারুণ ব্যাটিং স্বপ্ন দেখাচ্ছে উইন্ডিজকে।
"এটাই পরিকল্পনা। আমাদের কাল ভালো ব্যাটিং করতে হবে। আশা করছি হ্যাটমিয়ার ও ডওরিচ ভালো স্কোর গড়তে পারবে। কারণ তারা খুব ভালো খেলছে দেখছি এবং চতুর্থ দিনে নিয়ে যেতে পারবে," সংবাদ সম্মেলনে বলেছেন ক্যারিবিয়ান স্পিনার জোমেল ওয়ারিকেন।
বাংলাদেশ যখন ব্যাটিং করছিল তখন উইকেট আগের দিনের মতোই আচরণ করছিল। তবে, উইন্ডিজ ব্যাটিংয়ে নামার পরই উইকেট অন্যরকম আচরণ করে। বল স্বাভাবিকের চেয়ে অনেক নিচু হচ্ছিল।
এই কারণেই উইন্ডিজের পাঁচ ব্যাটসম্যানই বোল্ড আউট হয়েছেন। ওয়ারিকেন ্মনে করেন ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে উইকেট দুইরকম আচরণ করেছে। তাছাড়া, দলের ব্যাটসম্যানদেরও দায় দিয়েছেন তিনি।
"অবশ্যই এটা একই দিনে দুই রকম উইকেট ছিল। বাংলাদেশ যখন ব্যাট করছিল তখন প্রথম দিনের উইকেটের মতো ছিল এবং আরও ভালো ছিল। এছাড়াও আমরা ভালো খেলতে পারিনি ও ভালো ব্যাট করতে পারিনি।"