promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন শাপুর জাদরান

শাপুর জাদরান, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 
চলতি বছরের ২৯শে মে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল আফগান পেসার শাপুর জাদরানকে। 


তাঁর বিরুদ্ধে কোচ এবং অধিনায়কের সাথে বাজে ব্যবহারেরও অভিযোগ এসেছিল। পাঁচ মাসের বেশি নিষিদ্ধ থাকার পর অবশেষে ভাগ্যের শিকে খুলেছে জাদরানের। 


জাতীয় দলে খেলার জন্য তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।


৩১ বছর বয়সী পেসারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক বিবৃতিতে জানানো হয়েছে এরপর আবারও এমন ঘটনার উৎপত্তি করলে আর জাতীয় দলে খেলা হবে না তাঁর,  



promotional_ad

'তাঁর কর্মকান্ডের ব্যাপারে লিখিতভাবে জানানো হয় ক্রিকেট বোর্ডকে। জাদরানকে সতর্ক করা হয়েছিল যে সে জাতীয় দলের হয়ে আর খেলতে পারবে না যদি সে এই ঘটনার পুনরাবৃত্তি করে।' 


দেশের হয়ে এখন পর্যন্ত ৪৩টি ওয়ানডে খেলেছেন বাঁহাতি পেসার শাপুর জাদরান। যেখানে বল হাতে তাঁর শিকার ৪৩টি উইকেট। 


অপরদিকে ৩৪টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচ খেলে ৩৫ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও লিস্ট 'এ' ক্রিকেটে ৫৫ ম্যাচে ৫৭ উইকেট শিকার করেছেন এই পেসার।


চলতি বছরের জুন মাসে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাদরান। বাংলাদেশের বিপক্ষে সেই টি টুয়েন্টি ম্যাচে অবশ্য ভাল কিছু করে দেখাতে পারেননি তিনি। 



৪ ওভার বোলিং করে ৪২ রান খরচায় ১ উইকেট নিয়েছিলেন। যদিও তাঁর দল জিতেছিল ৬ উইকেটের বড় ব্যবধানে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball