promotional_ad

বিশ্বকাপের ফেভারিট দলের নাম জানালেন লারা

ব্রায়ান লারা, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিবিয়ান কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারা মনে করেন আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ভারত। অর্থাৎ বিশ্বকাপের ফেভারিট দলের তালিকায় এই দুই দলকেই এগিয়ে রাখছেন উইন্ডিজ গ্রেট।


এখন পর্যন্ত বৈশ্বিক কোন টুর্নামেন্ট জিততে সক্ষম হয়নি ইংলিশরা। তবে এবার নিজেদের মাটিতে সেই আক্ষেপ ঘুচবে বলে বিশ্বাস করছেন ব্রায়ান লারা। নিজেদের মাটিতে ইংল্যান্ডকে অনেক কঠিন একটি প্রতিপক্ষ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেছেন, 



promotional_ad

'ইংল্যান্ড অনেক শক্তিশালী একটি দল। যদিও তারা কোন বড় টুর্নামেন্ট জেতেনি, তবে নিজেদের মাটিতে তারা অনেক বেশি কঠিন প্রতিপক্ষ।' 


এদিকে ভারতকে এই টুর্নামেন্টে এগিয়ে রাখলেও দলটিকেে রোহিত শর্মা এবং ভিরাট কোহলির প্রতি নির্ভরশীলতা কমাতে হবে বলে মনে করেন লারা। ব্যাটিং অর্ডারের ৪ নাম্বার থেকে ৭ নাম্বার পর্যন্ত সব ব্যাটসম্যানকেই ভাল হতে হবে উল্লেখ করে তিনি বলেন,   


'ভারত ধারাবাহিকভাবে ভাল খেলছে। যদিও ইংল্যান্ডের মাটিতে খেলা আর নিজেদের দেশে খেলা ভিন্ন ব্যাপার। তবে ভারতকে অনেক বেশি নির্ভরশীল লাগছে রোহিত শর্মা এবং ভিরাট কোহলির প্রতি। আপনার নাম্বার ৪ থেকে ৭ পর্যন্ত ভাল খেলোয়াড় প্রয়োজন যেহেতু টপ অর্ডার যে সমবসময় ভাল করবে এর নিশ্চয়তা নেই।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball