বিশ্বকাপে গেইলদের দলে চান রামদিন

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপে ভাল পারফর্মেন্স করার জন্য সিনিয়র ক্রিকেটারদের দলে ফেরার আহ্বান জানালেন উইন্ডিজ উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিন। ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হেরে যাওয়ার পরে গণমাধ্যমের সামনে জানিয়েছেন,
'আমরা অবশ্যই হতাশ, কেননা টি-টুয়েন্টিতে আমরা শিরোপা জয়ী দল। ইডেন গার্ডেন্সে আমরা নিজেদের প্রথম ম্যাচে হেরেছি, কিন্তু সেখানে আমাদের ভাল করা উচিত ছিল। সিনিয়র ক্রিকেটাররা যদি খেলত তাহলে ২-০ ব্যবধানে আমরা এরই মাঝে হেরে যেতে পারতাম না।
'আমাদের সেখানে যেভাবে খেলার কথা ছিল, সেভাবে আমরা খেলতে পারিনি। এমনকি আমরা ভাল জুটি গড়তেও ব্যর্থ হয়েছি। বিশ্বকাপের এখনও ছয় মাস বাকী, আমরা ভাল কিছু করতে পারব যদি আমাদের সিনিয়র ক্রিকেটাররা ফিরে আসে।'

একইসাথে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, এভিন লুইসদের মতো সিনিয়ররা দলে না থাকলে শক্ত দল গড়ে তোলা কঠিন বলে মনে করছেন তিনি।
'এই মুহূর্তে একটি শক্ত দল গড়া অনেক কঠিন, বিশেষ করে টি-টুয়েন্টি ক্রিকেটে। আমাদের কিছু ক্রিকেটারদের (সিনিয়র) বিশ্বজুড়ে এতো চাহিদা যে এই মুহূর্তে শক্ত দল গড়া কঠিন।'
তবে উইন্ডিজের ভবিষ্যৎ ক্রিকেটকে ইতিবাচকভাবেই দেখছেন রামদিন। তাঁর মতে, আগামী পাঁচ বছর পরে উইন্ডিজ ক্রিকেট অনেক উন্নতি করবে। নিজের কথার স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি জানান,
'আইপিএলকে উদাহরণ হিসেবে ধরা যায়। আইপিএলের কারণে ভারত অন্যতম শক্তিশালী দল। বলা যায়, পাঁচ বছর পরে আমরাও অনেক শক্ত দল পেয়ে যাবো।
'আমাদের ক্রিকেটাররাও সিপিএল খেলছে। তাঁরা বিপিএলে জায়গা করে নিয়েছে বা টি-টেন লীগ সহ বিভিন্ন জায়গায় স্থান করে নিচ্ছে। ভবিষ্যৎ অবশ্যই ইতিবাচকভাবে দেখছি।'