সর্বনিম্ন সংগ্রহের প্রথম দুই স্থানই বাংলাদেশের!

ছবি: নারী ক্রিকেট দল, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে টি টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লজ্জাজনক একটি রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছে সালমা খাতুনের বাংলাদেশ। যা কিনা এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে যেকোনো দলের পক্ষে সর্বনিম্ন স্কোর।

এই ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করে বাংলাদেশের সামনে ১০৭ রানের মামুলি একটি লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ক্যারিবিয়ানরা। কিন্তু ব্যাটিং করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে ৬০ রানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের।
টি টুয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় স্কোরের তালিকার দ্বিতীয় স্থানটিও অবশ্য বাংলাদেশের। ২০১৪ সালে সিলেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভার ব্যাটিং করে ৫৮ রান সংগ্রহ করেছিল টাইগ্রেসরা।
তালিকার তৃতীয় স্থানটি আছে পাকিস্তান। ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬.৫ ওভারে মাত্র ৬০ রানে গুঁটিয়ে গিয়েছিল তারা। এরপরের স্থানটিও দখলে রেখেছে পাকিস্তানিরাই।
সেন্ট কিটসে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ৬৫ রান সংগ্রহ করেছল দলটি। তালিকার পঞ্চম স্থানটি শ্রীলঙ্কার। ২০০৯ সালে ইংল্যান্ডের টন্টনে ৮ উইকেট হারিয়ে ৬৯ রানের দলীয় পুঁজি দাঁড়া করিয়েছিল তারা।
নারী টি টুয়েন্টি বিশ্বকাপে সর্বোনিম্ন দলীয় স্কোর-
দল | প্রতিপক্ষ | ওভার | স্কোর | সাল ও তারিখ | ভেন্যু |
বাংলাদেশ | উইন্ডিজ | ১৪.৪ | ৪৬ | ৯ই নভেম্বর, ২০১৮ | প্রোভিডেন্স স্টেডিয়াম,গায়ানা |
বাংলাদেশ | ইংল্যান্ড | ২০.০ | ৫৮/৯ | ২৮শে মার্চ ২০১৪ | সিলেট স্টেডিয়াম |
পাকিস্তান | ইংল্যান্ড | ১৬.৫ | ৬০ | ১৬ই জুন ২০০৯ | টন্টন, ইংল্যান্ড |
পাকিস্তান | নিউজিল্যান্ড | ২০.০ | ৬৫/৯ | ১০ই মে, ২০১০ | ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস |
শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ২০.০ | ৬৯/৮ | ১৪ই জুন, ২০০৯ | টন্টন, ইংল্যান্ড |