promotional_ad

টানা অষ্টম পরাজয় আটকাতে পারবে অজিরা?

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টানা সাত ওয়ানডে ম্যাচ হারাটা এমনিতেই নিজেদের ইতিহাসের বাজে রেকর্ডের শীর্ষ স্থানে থাকবে অজিদের। কেননা এর আগে একটানা এতগুলো ম্যাচ কখনোই হারেনি অজিরা।


এবার নতুন শঙ্কা একটানা হারের এই মিছিলকে আর কত লম্বা করবে অ্যারন ফিঞ্চের দল? প্রশ্ন আসতেই পারে, কেননা অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে স্বাভাবিকভাবেই বেশ শক্তিশালী দেখাচ্ছে প্রোটিয়াদের।


শুক্রবার দিন বাংলাদেশ সময় সকাল ৯.২০ মিনিটে শুরু হবে দিবা-রাত্রির এই ম্যাচটি। ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ম্যাচের আগের দিন গণমাধ্যমের সামনে তিনি জানান,



promotional_ad

'অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি যদি সুযোগ পান তাহলে সেটা যেকোনো ভাবেই কাজে লাগাতে হবে আপনাকে। কেননা সচরাচর অজিদের বিপক্ষে আপনি সুযোগ পাবেন না।' 


এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চলমান অস্থিরতায় কিছুটা বিরক্ত অ্যারন ফিঞ্চ। যদিও মাঠের পারফর্মেন্সের দিকেই নজর দিতে চান তিনি। দলের সকলকে ইতিমধ্যেই বলেছেন মাঠের বাইরে অন্য কিছুতে নজর না দিতে।


ম্যাচটিতে অজি দলের একাদশে ফিরতে পারেন শন মার্শ। এছাড়া লেগস্পিনার অ্যাডাম জাম্পাকেও দেখা যেতে পারে দলে। তবে প্রোটিয়া একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। পার্থে যে দল নেমেছিল, অ্যাডিলেডেও খেলতে পারে সেই দলই। 


সম্ভাব্য একাদশঃ-



অস্ট্রেলিয়াঃ- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ট্রাভ???স হেড, শন মার্শ, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।


দক্ষিণ আফ্রিকাঃ- কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হ্যান্ডরিকস, এইডেন মার্করাম,  ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, হেনরিক ক্ল্যাসেন, অ্যাণ্ডিল ফেহলুকওয়ায়ু, ডেল স্টেইন, ক্যাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball