টানা ১১ টি-টুয়েন্টি সিরিজ জয়ের অপেক্ষায় পাকিস্তান

ছবি: ছবি-সংগৃহীত

টানা ১১তম টি-টুয়েন্টি সিরিজ জয়ের সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে সরফরাজ আহমেদের দলের।
প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ১০টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
একদিকে পাকিস্তানের লক্ষ্য যেখানে থাকবে সিরিজ জয় নিশ্চিত করা অন্যদিকে সফরকারীরা চাইবে সিরিজে ফিরতে। তবে দু'দলেরই একাদশে পরিবর্তন আসার কোন ইঙ্গিত মিলেনি। পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামবে দু'দল।

দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাবর আজমের সামনে সুযোগ রয়েছে ষষ্ঠ পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে এই ফরম্যাটে ১০০০ রান পূরণ করার। আর প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ অধিনায়ক কেন উইলিয়ামসনের অফ ফর্ম।
নিজেদের শেষ ৮ ম্যাচের ৮টিতেই জিতেছে পাকিস্তান। যেকারণে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে সরফরাজ আহমেদের দল। অন্যদিকে শেষ চারটি টি-টুয়েন্টি ম্যাচের সবকটিতেই হেরেছে কেন উইলিয়ামসনরা।
তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফিরতে লড়াই করতে হবে তাঁদের। সেই সঙ্গে পাকিস্তানের বোলারদের বিপক্ষে দারুণ ব্যাট করতে হবে কিউইদের। আর ব্যাটিংয়ের দিক দিয়ে পাকিস্তানও চাইবে নিজেদের আরও মেলে ধরতে।
পাকিস্তান একাদশ (সম্ভাব্য): বাবর আজম, সাহেবজাদা ফারহান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও অধিনায়ক), ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, শাহীন আফ্রিদি।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): কলিন মুনরো, গ্লেন ফিলিপস (উইকেটরক্ষক) কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, মার্ক চ্যাপম্যান, কোরি অ্যান্ডারসন, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, ইশ সোধি, আইজাজ প্যাটেল, অ্যাডাম মিলনে।