কেমন হবে সিলেট টেস্টের একাদশ?

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট টেস্টের উইকেট নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। টেস্টের একাদশ নির্বাচনেও তাই গুরুত্ব পাচ্ছে টেস্ট অভিষেকের দ্বারপ্রান্তে থাকা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের ধরণ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও এখনও নিশ্চিত নন সিলেট টেস্টের একাদশ নিয়ে।
দুই পেসার নাকি এক পেসার এখনও নির্ভর করছে টেস্টের দিন সকালের উইকেটের ধরণের উপর। তবে রিয়াদ জানিয়েছেন উইকেটে কিছুটা ঘাস রয়েছে। সুতরাং একজন বাড়তি পেসার নিয়ে দল সাজানোর কথা ভাবতেই পারেন অধিনায়ক। কারণ উইকেটে ঘাস পেসারদের হয়ে ভালই কথা বলে।

'আজ সকালে উইকেট দেখেছি। আগামীকাল সকালেও দেখব। কিছুটা ড্রাই আছে এই মুহূর্তে। মাঝে কিছু ঘাস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা খুব একটা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে আমরা দুই পেসার, দুই স্পিনার বা তিন স্পিনার ও এক পেসার নিয়েও খেলতে পারি। এখনও নিশ্চিত না, কাল উইকেট দেখে নিশ্চিত হব।'
এছাড়া টাইগারদের স্পিন বোলিং কোচ সুনীল যোশিও বলেছিলেন, সিলেটের উইকেটে সুবিধা পাবে পেসাররা। কারণ অনুশীলনের সময় উইকেটের বাউন্স দেখে এমনটাই মনে হয়েছিল তাঁর।
তবে এই টেস্টে দল নিয়ে তেমন কোন পরীক্ষা চলাতে চান না টাইগারদের টেস্ট অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করা ক্রিকেটাররাই চূড়ান্ত দলে থাকবেন, রিয়াদের কথায় কিছুটা অনুমেয়। কারণ যে কোন সিরিজের প্রথম ম্যাচ সব সময়ই বেশি গুরুত্ব বহন করে।
যে কারণে সেরা দলটাই সাজাতে চাইছেন রিয়াদ। কিন্তু ১১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টের দল কিছুটা পরিবর্তন আসতে পারে, ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক।
'প্রথম ম্যাচে হয়তো আমরা তেমন পরীক্ষা নিরীক্ষা নাও করতে পারি। আমরা সেরা একাদশ নিয়েই খেলব। কারণ প্রথম ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। টেস্ট, ওয়ানডে কিংবা টি টুয়েন্টি যে ফরম্যাটই হোক, প্রথম ম্যাচটি সবসময়েই গুরুত্বপূর্ণ।'