ওয়ানডে সিরিজ জিতল ভারত

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
থিরুভানান্থাপুরামে সিরিজের শেষ ওয়ানডেতে সফরকারী উইন্ডিজদের সামনে সুযোগ ছিল ২-২ ব্যবধানে শেষ করার। কিন্তু ভারতের বোলারদের সামনে এদিন দাঁড়াতেই পারেনি সফরকারীরা।
প্রথমে ব্যাট করে তাঁরা অল আউট হয়েছে মাত্র ১০৪ রানে। রোহিত শর্মা ঝড় তুলে মাত্র ১৪ ওভারেই ভারতকে জিতিয়েছেন ৯ উইকেটে। কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া সিরিজ জিতেছে ৩-১ ব্যবধানে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে উইন্ডিজরা। স্কোরবোর্ডে ২ রান যোগ করতেই কাইরন পাওয়েল এবং শাই হোপকে হারিয়ে বসে উইন্ডিজরা। চতুর্থ উইকেটে স্যামুয়েলস এবং হেটমিয়ের খানিকটা প্রতিরোধ গড়লেও রবিন্দ্র জাদেজাকে উইকেট ছুঁড়ে দেন স্যামুয়েলস।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারে নি তাঁরা। জাদেজার ঘূর্ণিতে সাজঘরে ফিরেছেন উইন্ডিজ মিডেল অর্ডার ব্যাটসম্যানরা। অধিনায়ক জেসন হোল্ডার শেষের দিকে ২৫ রান যোগ করলেও শেষ পর্যন্ত মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় তাঁরা।

১০৫ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে শেখর ধাওয়ানকে হারালেও রোহিত শর্মা এবং ভিরাট কোহলি ঝড় তুলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। রোহিত শর্মা তুলে নেন ফিফটি, শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৩ রানে।
সিরিজের টানা তিন শতক হাঁকানোর জন্য সিরিজ সেরার পুরস্কার পান অধিনায়ক ভিরাট কোহলি। আর ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।
স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ১০৪ (৩১.৫ ওভার)
স্যামুয়েলস ২৪, হোল্ডার ২৫, রবিন্দ্র জাদেজা ৪/৩৪
ভারতঃ ১০৫/১ (১৪.১ ওভার)
রোহিত ৬৩, কোহলি ৩৩, ওশেন থমাস ১/৩৩