promotional_ad

বাংলাদেশকে বদলে ফেলতে চান না রোডস

স্টিভ রোডস, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঘরের মাঠে বাংলাদেশ দলের খেলার ধরনে কোন পরিবর্তন আনবেন না কোচ স্টিভ রোডস। বরং পুরনো তলোয়ারের পরিচর্যা করবেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সিলেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ টেস্ট দলকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান তিনি। 


চণ্ডিকা হাথুরুসিংহের সময় ঘরের মাঠে টেস্ট জয় করার ফর্মুলা বাতলে দিয়েছিলেন বাংলাদেশ দলকে। সফরকারীদের স্পিন সহায়ক উইকেটের কঠিন পরীক্ষায় ফেলে জয় আদায় করে নিয়েছে বাংলাদেশ দল।



promotional_ad

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় সেই স্পিন ফর্মুলা মেনেই এসেছে। সাফল্য পাওয়ার পথ থেকে বাংলাদেশকে সরিয়ে নিতে চান না স্টিভ রোডস। বরং এই পথেই এগিয়ে যেতে দলকে সাহায্য করবেন তিনি। 


বাংলাদেশের খেলার ধরন একটু নির্দিষ্ট ধাঁচের। আমার কাজ পরিবর্তন করা করা, আমি এখানে এসেছি এই ধাঁচের সাথে খাপ খাইয়ে কাজ করতে। হয়তো ছোটোখাটো জায়গায় কিছু কাজ বাকি আছে। তবে এমন কোচ নই যে এসে খেলার ধারাই বদলে ফেলব। বরং এই ধাঁচের খেলা আরও শাণিত করতে চাই।'


নিজেদের কন্ডিশনে ২০ উইকেট নেয়ার মত বোলার রয়েছে বাংলাদেশ দলে। স্কোর বোর্ডে বড় রান তোলার মত ব্যাটসম্যানও রয়েছে স্বাগতিকদের। চেনা কন্ডিশনে সাফল্য আসুক, সেটা যেভাবেই হোক।



'আমরা জানি আমাদের স্পিনাররা উইকেট নিতে পারবে এই কন্ডিশনে, ব্যাটসম্যানরা রান করবে। এটাও জানি আমাদের দীর্ঘদেহী বোলার লাগবে, যে কিনা উইকেটে জোরে আঘাত করতে সক্ষম। এখানে তেমন কিছু বদলে ফেলার দরকার নেই, ছোট্ট কিছু পরিবর্তন, এই যাহ,' বলেছেন স্টিভ রোডস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball