বোলিংয়ে এগিয়ে বাংলাদেশীরাই

ছবি: সাকিব, এনামুল, স্ট্রিক ও রবিউল

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সেরা উইকেট শিকারির দিক থেকে অনেকটাই এগিয়ে আছেন বাংলাদেশের বোলাররা। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তাদের বিপক্ষে মোট ১২টি ইনিংস খেলেছেন তিনি। যেখানে তাঁর শিকার ২.৭৪ ইকোনমি রেটে ২৬টি উইকেট। ৫৯ রানে ৬ উইকেট তাঁর সেরা বোলিং ফিগার।

এরপরের স্থানটিও বাংলাদেশী আরেক স্পিনারের। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৬ ইনিংসে ২১ উইকেট শিকার করেছেন এনামুল হক জুনিয়র। তালিকার দ্বিতীয়তে থাকা এই স্পিনারের ইকোনমি রেট ২.৬৩।
পরের দুইটি স্থানে অবশ্য আছেন দুই জিম্বাবুইয়ান বোলার হিথ স্ট্রিক এবং তিনাশে পানিয়াঙ্গারা। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৯ ইনিংসে ২০ উইকেট শিকার করেছেন সাবেক পেস তারকা স্ট্রিক। যেখানে ১.৭৯ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি।
অপরদিকে ২০০৫ সাল থেকে ২০১৪ পর্যন্ত ৮টি ইনিংসে পানিয়াঙ্গারা শিকার ১৮টি উইকেট (ইকোনমি রেট ২.৪৪)। সেরা পাঁচ বোলারের তালিকার শেষে আছেন পেসার রবিউল ইসলাম। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে মোট ৬টি ইনিংসে ১৮টি উইকেট নিয়েছেন তিনি। তাঁর ইকোনমি রেট মাত্র ২.৯২।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে সেরা পাঁচ উইকেট শিকারির তালিকা-
বোলার | সময়কাল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | উইকেট সংখ্যা | সেরা বোলিং | ইকোনমি রেট |
সাকিব আল হাসান | ২০১১-২০১৪ | ৬ | ১২ | ২৬ | ৬/৫৯ | ২.৭৪ |
এনামুল হক জুনিয়র | ২০০৫-২০১৩ | ৩ | ৬ | ২১ | ৭/৯৫ | ২.৬৩ |
হিথ স্ট্রিক | ২০০১-২০০৪ | ৬ | ৯ | ২০ | ৪/৩৮ | ১.৭৯ |
তিনাশে পানিয়াঙ্গারা | ২০০৫-২০১৪ | ৪ | ৮ | ১৮ | ৫/৫৯ | ২.৪৪ |
রবিউল ইসলাম | ২০১১-২০১৩ | ৩ | ৬ | ১৮ | ৬/৭১ | ২.৯২ |