সেরা ব্যাটসম্যানদের তালিকায় জিম্বাবুইয়ানদেরই আধিপত্য

ছবি: টেইলর, মাসাকাদজা, টাইবু এবং সাকিব

|| ডেস্ক রিপোর্ট ||
আর মাত্র একদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের মিশনে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজটির আগে চলুন জেনে নেয়া যাক টেস্টে দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাটি।
এখন পর্যন্ত দুই দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আধিপত্য বিস্তার করছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানেরাই। সেরা পাঁচ ব্যাটসম্যানদের মধ্যে তিনজনই হল সফরকারীদের।
বর্তমানে তালিকাটির শীর্ষে আছেন জিম্বাবুইয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলর। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ২০১৪ সালে টেস্ট খেলা টেইলরের সংগ্রহ ১৬টি ইনিংসে ৬১ গড়ে ৭৯৩ রান। তাঁর সেরা ইনিংসটি ছিল ১৭১ রানের। রয়েছে ৩টি শতক এবং ২টি অর্ধশতক।

টেইলরের পরের স্থানটিও অবশ্য আরেক জিম্বাবুইয়ান হ্যামিল্টন মাসাকাদজার। ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত টাইগারদের বিপক্ষে মোট ১৬টি ইনিংস খেলে তাঁর সংগ্রহ ৭৪৪ রান। ৪৯.৬০ গড়ে এই রান করেছেন তিনি। তাঁর সেরা ইনিংসটি ১৫৮ রানের এবং শতক এবং অর্ধশতক সংখ্যা ৩টি।
সেরা পাঁচ ব্যাটসম্যানদের মধ্যে তিনে অবশ্য আছেন একজন বাংলাদেশী। সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন মোট ৮টি টেস্ট। তাঁর সংগ্রহ ৩৮.৫৩ গড়ে ৫৭৮ রান। তাঁর ঝুলিতে রয়েছে ১ টি শতক সহ ৬টি অর্ধশতক।
বাশারের পরের স্থানটি এখনও দখলে রেখেছেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান টাটেন্ডা টাইবু। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত টাইগারদের বিপক্ষে তাঁর খেলা ম্যাচ সংখ্যা ৫টি। যেখানে মোট ৮টি ইনিংসে ৭৫.৫৭ গড়ে তিনি ৫২৯ রান সংগ্রহ করেছেন। রয়েছে ১টি শতক এবং ৫টি অর্ধশতক।
সেরা পাঁচে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২টি ইনিংসে তাঁর সংগ্রহ ৩৯.৫০ গড়ে ৪৭৪ রান। যেখানে তিনি হাঁকিয়েছেন ১টি শতক এবং ৪টি অর্ধশতক। তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ১৩৭ রানের।
দুই দলের সেরা রান সংগ্রাহকের তালিকা-
ব্যাটসম্যান | সময়কাল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | রান সংখ্যা | গড় | সেরা ইনিংস | শতক সংখ্যা | অর্ধশতক সংখ্যা |
ব্র্যান্ডন টেইলর | ২০০৫-২০১৪ | ৮ | ১৬ | ৭৯৩ | ৬১.০০ | ১৭১ | ৩ | ২ |
হ্যামিল্টন মাসাকাদজা | ২০০৫-২০১৪ | ৮ | ১৬ | ৭৪৪ | ৪৯.৬০ | ১৫৮ | ৩ | ৩ |
হাবিবুল বাশার সুমন | ২০০১-২০০৫ | ৮ | ১৫ | ৫৭৮ | ৩৮.৫৩ | ১০৮ | ১ | ৬ |
টাটেন্ডা টাইবু | ২০০৪-২০১১ | ৫ | ৮ | ৫২৯ | ৭৫.৫৭ | ১৫৩ | ১ | ৫ |
সাকিব আল হাসান | ২০১১-২০১৪ | ৬ | ১২ | ৪৭৪ | ৩৯.৫০ | ১৩৭ | ১ | ৪ |