জয়ের দিনে শাস্তির সম্মুখীন ভারতীয় পেসার

ছবি: খলিল চৌধুরী, ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের বিপক্ষে মুম্বাইয়ে অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে ২২৪ রানের বিশাল একটি জয় দিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে স্বাগতিক ভারত। তবে জয়ের এই দিনে শাস্তির সম্মুখীন হতে হয়েছে ভারতের বাঁহাতি পেসার খলিল আহমেদকে।
ক্যারিবিয়ানদের হার্ড হিটার ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে আউট করার পর ড্রেসিং রুমের দিকে ইশারা করায় একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে খলিলের নামের পাশে। পাশাপাশি তাঁকে সতর্কবাণীও দেয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে।

ঘটনাটি ঘটেছিল উইন্ডিজদের ১৪তম ওভারে। ভারতের ছুঁড়ে দেয়া ৩৭৮ রানের লক্ষ্যে তখন ব্যাটিংয়ে ছিলেন স্যামুয়েলস। সেই ওভারের চতুর্থ বলে রোহিত শর্মার হাতে ক্যাচ বানিয়ে আউট করেন খলিল।
আর এরপরেই তাঁকে ড্রেসিং রুমের পথ দেখিয়ে দেন তিনি এবং মাতেন বুনো উল্লাসে। শুধু তাই নয়, আউট করার পর একাধিকবার জোরে চিৎকারও করতে দেখা গিয়েছে তাঁকে।
এরপর খলিলের বিরুদ্ধে মাঠে দায়িত্বরত দুই আম্পায়ার ইয়ান গোল্ড, অনিল চৌধুরী অভিযোগ আনেন।
মূলত আইসিসির লেভেল ১ ধারার শৃঙ্খলা ভঙ্গ করায় নিয়ম অনুযায়ী একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এই ভারতীয়। এদিকে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন খলিল বিধায় আর পরবর্তীতে শুনানির প্রয়োজন পড়েনি।
সুত্র- ক্রিকইনফো