রানাতুঙ্গাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার উপরে আততায়ি হামলা হয়েছে। আততায়ি এবং রানাতুঙ্গার দেহরক্ষীর মধ্যে গুলি বিনিময়ে ঘটনাস্থলে নিহত হয়েছে একজন।
এরপরে রানাতুঙ্গাকে গ্রেফতার করেছিল শ্রীলঙ্কান পুলিশ, যদিও গ্রেফতারের অল্প সময় পরেই ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। ঘটনার ভয়াবহতা উল্লেখ করে মিডিয়ার সামনে রানাতুঙ্গা জানান,

'তারা আমাকে হত্যা করতে এসেছিল। এটা আমি জোর গলায় বলতে পারি। আপনারা সিসিটিভি ফুটেজে নজর দিতে পারেন। প্রথমবারের মতো আমি অনেক ভয় পেয়েছি। সেই সময় আমি আমার সন্তান এবং পরিবারের কথা স্মরণ করছিলাম।'
গত রবিবার (২৮ই অক্টোবর) সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের (সিপিসি) অফিসে আততায়িরা হামলা চালায় রানাতুঙ্গার উপরে। আর তখন নিজের জীবন বাঁচাতে দেহরক্ষীকে গুলি চালানোর নির্দেশ দেন রানাতুঙ্গা।
ঘটনাস্থলে একজন নিহত হওয়ার পাশাপাশি দুইজন আহত হয়েছে। রানাতুঙ্গাকে ছেড়ে দিলেও শ্রীলঙ্কান পুলিশ এখনও ছাড়েনি রানাতুঙ্গার দেহরক্ষীকে।
তবে যে আততায়ি মারা গিয়েছে তিনি সিপিসির একজন কর্মকর্তা। আর তাই সিপিসি কর্মীরা রানাতুঙ্গাকে পুনরায় গ্রেফতারের জন্য ফ্যাক্টরির সামনে অবরোধ করেছে।
পুলিশ অবশ্য এই বিষয়ে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে শ্রীলংকার সাবেক অধিনায়ক এবং সাবেক জ্বালানী মন্ত্রী রানাতুঙ্গার ইচ্ছায় এই হত্যাকাণ্ড হয়েছে বলে দাবী করছে সিপিসির কর্মকর্তারা।