টেস্টে গ্লাভস হাতে নিতে প্রস্তুত বাটলার

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ইংলিশরা পাচ্ছেননা নিয়মিত উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে। তাঁর যায়গায় এই ম্যাচে উইকেটের পিছনে দেখা যাবে জস বাটলারকে।
লঙ্কান্দের বিপক্ষে পাল্লেকেলেতে চতুর্থ ওয়ানডে মাঠে নামার পূর্বে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোটে পান বেয়ারস্টো। সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি তিনি।

তাই তাঁকে প্রথম টেস্টের একাদশে বিবেচনায় আনা হয়নি । এবং মূল টেস্টে নামার আগে কলম্বোতে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলতে পারছেন না এই ডানহাতি ব্যাটসম্যান।
তাই তাঁর বদলি হিসেবে দলে ডাকা হয়েছে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলা বেন ফকসকে। তবে ভারতের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্ট ও সাউডাপ্টন টেস্টে দারুণ খেলা বাটলারকেই একাদশে এগিয়ে রাখছেন দলপতি রুট । বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে রুট বলেন,
'পরিস্থিতি অনুযায়ী বাটলারের খেলার সম্ভাবনাই বেশি। কিন্তু আমরা দলে ফকসকে ডেকেছি কারণ সে একজন উচ্চ মানের উইকেটরক্ষক এবং যেকোন উপায়ে তাঁর উপস্থিতি দলে ভারসাম্যতা আনবে। সে আমাদের জন্য দারুণ একটি অপশন। জনিকে হারানো বড় একটি ক্ষতি, কিন্তু আমরা এমন কিছু দুর্দান্ত খেলোয়াড় পেয়েছি যারা সেই যায়গা পুষিয়ে দিতে পারে।'
উল্লেখ্য, নভেম্বরের ৬ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ। যা শেষ হবে ২৭শে নভেম্বর। এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কান্দের ঘরের মাঠে তাঁদের ৩-১ ব্যবধানে সিরিজ হারের স্বাদ দেয় ইংল্যান্ড। অন্য ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।