promotional_ad

ফিল্ডিং মিসের আক্ষেপে পুড়ছেন লঙ্কান অধিনায়ক

থিসারা পেরেরা, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে সিরিজ হারার পর একমাত্র টি টুয়েন্টি ম্যাচেও ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আর এই হারের কারণ হিসেবে প্রধানত নিজেদের ফিল্ডিংকে দায়ী করছেন লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরা।



promotional_ad

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেরেরা জানিয়েছেন বাজে ফিল্ডিংয়ে কারণেই ইংলিশদের ১৬০ রানের নিচে আটকে রাখতে ব্যর্থ হয়েছে তাঁর দল। লঙ্কান অধিনায়ক বলেন,


'সবসময় বলা কঠিন যে আমরা ক্যাচ মিসের জন্য ম্যাচ হেরে গেছি। কিন্তু আজকের খেলাতে এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যা আমাদের জন্য খারাপ দিক ছিল। ব্যাটসম্যানরা তখনই বেশি রান করেছে যখন আমরা তাঁদের সুযোগ দিয়েছি। আমরা যদি তাঁদের তিন, চারটা ক্যাচ নিতে পারতাম তাহলে রান ১৬০ নিচে রাখতে পারতাম।'

এদিন টসে হেরে ব্যটিং করতে নামা ইংলিশ ব্যাটসম্যানদের বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছিলেন লঙ্কান ফিল্ডাররা। ইনিংসের শুরুর দিকে ১০ বলের মধ্যে তিনটি ক্যাচ হাত ছাড়া করে তাঁরা। যার সব কয়টিই ছিল ওপেনার জ্যাসন রয়ের।



সুযোগ পাওয়া র‍য় শেষ পর্যন্ত খেলেন ৩৬ বলে ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস। মুলত তাঁর এই রানের উপর ভর করেই স্কোর বোর্ডে ১৮৯ রানের বড় পুঁজি দাঁড়া করায় ইংল্যান্ড। যা শেষ পর্যন্ত আর টপকাতে পারেনি শ্রীলঙ্কা। ১৫৭ তে থেমে যায় তাঁদের ইনিংস।

অবশ্য শুধু ফিল্ডিংই নয় অধিনায়ক পেরেরা নিজেদের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট নন। তাঁর মতে প্রথম তিন ওভারে ২ উইকেট হারিয়ে ফেলে তাঁরা ম্যাচের নিয়ন্ত্রণ থেকেই ছিটকে পড়েছিল। পেরেরা বলেন,

'প্রথম কয়েক ওভারের মধ্যে আমাদের দু'টি উইকেট পড়ে যাওয়ায় আমরা ম্যাচের গতি হারিয়ে ফেলেছিলাম। আমরা যদি সেই উইকেট গুলো হাতে রাখতাম তবে ১৮৮ রান তাড়া করতে পারতাম। কেননা আউটফিল্ড অনেক ভালো ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball