বাংলাদেশীদের মতোই খেলুক বাংলাদেশের ব্যাটসম্যানরাঃ ম্যাকেঞ্জি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ব্যাটসম্যানরা বাংলাদেশীদের মতোই খেলবে। দক্ষিণ আফ্রিকা বা উইন্ডিজদের মতো তাঁদের ব্যাটিং করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি।
টাইগার ব্যাটসম্যানদের মধ্যে অনেক স্কিল রয়েছে বলে মনে করেন এই প্রোটিয়া। আর তাঁদেরকে এই স্কিল ব্যবহার করেই ব্যাট করতে হবে। সেই সঙ্গে সৌম্য-ইমরুলদের উইকেটের মধ্যে আরও বেশি চটপটে হবে বলেও মন্তব্য তাঁর।

'আমরা বাংলাদেশের ব্যাটসম্যানদের স্কিল নিয়ে অনেক আলোচনা করেছি। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মত ব্যাট করতে চেয়ে আসলে লাভ নেই।
আপনাকে ব্যাট করতে হবে বাংলাদেশির মতোই এবং স্কিল ব্যবহার করে। বাংলাদেশের ব্যাটসম্যানদের আরও বেশি চটপটে হতে হবে উইকেটে।'
এদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেক বেশি স্কিল হিটার।জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে যার প্রতিফলন তাঁরা মাঠেই দেখিয়েছেন। আর এসব থেকে বাড়তি আত্মবিশ্বাস পাবে ব্যাটসম্যানরা বলেও আশাবাদি ম্যাকেঞ্জি।
'তাঁরা অনেক বেশি স্কিল হিটার। আমরা সেখানে (জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে) অনেকগুলো বড় ছয় দেখেছি। ছেলেরা ভাল অবস্থানে ছিল এবং সেটি এসেছিল আত্মবিশ্বাস থেকে।'