promotional_ad

অজিদের বিপক্ষে কোহলিদের স্কোয়াড ঘোষণা

ভারতীয় দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ডিসেম্বর এবং জানুয়ারিতে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


আর এই ঘোষিত স্কোয়াডে অবধারিতভাবেই জায়গা পেয়েছেন অভিষেক টেস্টেই শতক হাঁকানো তরুণ পৃথ্বী শয়ের। এছাড়াও তাঁর সাথে আছেন মুরলি বিজয়, লোকেশ রাহুলও। 


অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে ফিরেছেন রোহিত শর্মা, পার্থিব প্যাটেলরা। তবে শুধু ব্যাটিংয়েই নয়, বোলিং ডিপার্টমেন্টেও পূর্ণ শক্তি পাচ্ছে ভারত। কেননা পেস আক্রমণ সামলাতে স্কোয়াডে রাখা হয়েছে উইন্ডিজদের বিপক্ষে বিশ্রামে থাকা জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমারকে।



promotional_ad

তাঁদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা এবং উমেশ যাদবও। তবে পিঠের ইনজুরির কারণে অনুপস্থিত থাকছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।


গত এশিয়া কাপ থেকেই ইনজুরিতে ভোগা এই ক্রিকেটার এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বলে জানা গেছে।সুতরাং পান্ডিয়াকে ছাড়াই অজিদের বিপক্ষে লড়তে হবে ভারতকে। 


এদিকে দলটিতে স্পেশালিষ্ট স্পিনারদের মধ্যে থাকছেন রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং কুলদিপ যাদব। আর অধিনায়ক ভিরাট কোহলির ডেপুটি হিসেবে থাকবেন আজিঙ্কা রাহানে। 


উল্লেখ্য আগামী ১৬ই নভেম্বর চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে ২৮ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভিরাট কোহলির দল। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ৬ই ডিসেম্বর অ্যাডিলেডে। 



ভারতের টেস্ট স্কোয়াড- 


ভিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হানুমা বিহারি, রোহিত শর্মা, রিশাভ পান্ট, পার্থিব প্যাটেল, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball