promotional_ad

নতুন ওয়ানডে দলপতির নাম জানাল অস্ট্রেলিয়া

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের অধিনায়কত্ব হারালেন উইকেট রক্ষক টিম পেইন। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব দেয়া হয়েছে ওপেনার অ্যারণ ফিঞ্চকে।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই অধিনায়কত্ব শুরু করবেন তিনি। সেই সঙ্গে ধারনা করা হচ্ছে ২০১৯ বিশ্বকাপেও অজিদের নেতৃত্ব দিবেন ফিঞ্চ।


এদিকে টেস্ট দলপতি টিম পেইনের উপর থেকে চাপ কমাতেই ফিঞ্চকে নেতৃত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকদের চেয়ারম্যান ট্রেভর হন্স। সেই সঙ্গে আগামী বছরের অ্যাশেজের জন্য পেইনকে প্রস্তুত করতেই তাঁর উপর চাপ কমানো হয়েছে বলেও জানান তিনি।  



promotional_ad

টেস্ট দলের প্রতি আরও বেশি মনোযোগ দেয়ার জন্য পেইনের উপর থেকে ওয়ানডে দলের চাপ কমিয়ে দেয়া হয়েছে। আগামী বছরের অ্যাশেজের জন্য অধিনায়ক হিসেবে নিজেকে আরও তৈরি হোক পেইন। 


এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বপ্রথম অজিদের নেতৃত্ব দিয়েছিলেন ফিঞ্চ। আর এবার আনুষ্ঠানিক ভাবে তাঁকে অধিনায়কের দায়িত্ব তুলে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। 


আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় পর ফিরছেন দুই পেসার জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স। সেই সঙ্গে হ্যাজেলউডকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 


আর এক সিরিজের দুই সহ-অধিনায়কের নাম ঘোষণা করায় আরেকজন সহ-অধিনায়ক হিসেবে থাকবেন উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি। মিচেল মার্শকে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে বলেও জানান তিনি। 



অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডঃ


অ্যারণ ফিঞ্চ (অধিনায়ক), জশ হ্যাজেলউড (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান কুল্টার নাইল, ট্রাভিস হেড, ক্রিস লিন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, আর্চি শট, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball