উইলিয়ামসের শতকে চ্যালেঞ্জিং লক্ষ্য পেল বাংলাদেশ

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
জিম্বাবুয়ে ২৮৬/৪ (৫০ ওভার)
উইলিয়ামস ১২৯*
১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করলেও শুক্রবার সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার মিশনে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু টাইগারদের এই হোয়াইট ওয়াশের মিশনে মাশরাফিদের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারীরা। টসে হেরে ব্যাট করে শন উইলিয়ামসের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান।

সফরকারীদের পক্ষে শন উইলিয়ামস অপরাজিত থাকেন ১২৯ রান করে। সেই সঙ্গে ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৭৫ রান। বাংলাদেশের পক্ষে নাজমুল ইসলাম অপু নিয়েছনে সর্বোচ্চ ২টি উইকেট।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ৬ রানের মাথায় সাজঘরে ফিরেছেন দুই ওপেনার জুহাইয়ো এবং অধিনায়ক মাসাকাদজা।ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এসেই ওপেনার চিপাস ঝুয়াওকে সরাসরি বলে বোল্ড করে সাজঘরে ফেরান সাইফ।
এরপরের ওভারে মাসাকাদজা'র স্ট্যাম্প ভেঙ্গে দেন আবু হায়দার রনি। দুই ওপেনারের বিদায়ে ক্রিজে নামেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর এবং শন উইলিয়ামস। ৩ ওভারে ২ উইকেট তুলে নিলেও চাপটা প্রতিপক্ষের উপর ধরে রাখতে পারে নি বাংলাদেশ।
টেইলর এবং উইলিয়ামস মিলে যোগ করেন ১৩২ রান। টেইলর তুলে নেন ফিফটি, কিন্তু ফিফতি হাঁকানোর পর সেঞ্চুরির দিকে আগোচ্ছিলেন। ব্যক্তিগত ৭৫ রানে নাজমুল ইসলাম অপুকে উড়িয়ে মাড়তে গিয়ে ৩০ গজের মধ্যে মুশফিকের হাতে ক্যাচ আউট হন তিনি।
টেইলর ফিরলেও রাজাকে সঙ্গে নিয়ে একপ্রান্ত আগলে রেখে দলকে দুইশ রানের পুঁজি এনে দেন উইলিয়ামস। রাজা ৪০ করে বিদায় নিলেও উইলিয়ামস তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে শতক। শেষ পর্যন্ত তাঁর অপরাজিত ১২৯ রানের উপর করে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় জিম্বাবুয়ে।
বাংলাদেশ একাদশ-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা।