ফিরলেন রাজা, উইলিয়ামসের শতক

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
জিম্বাবুয়ে ২৩১/৪ (৪৪ ওভার)
মুর ৫, উইলিয়ামস ১০০
১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করলেও শুক্রবার সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ম্যাচটিতে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। বর্তমানে তাঁদের স্কোর ২২৪ রানে ৪ উইকেট।
রাজার বিদায় এবং উইলিয়ামসের একশঃ
উইলিয়ামসের সঙ্গে ৮৪ রানের জুটি গড়ে দলকে ২০০ রানের পুঁজি এনে দিয়েছিলেন সিকান্দার রাজা। এগোচ্ছিলেন ফিফটির দিকেও। কিন্তু ব্যক্তিগত ৪০ রানে সিকান্দার রাজার দ্বিতীয় শিকার হয়ে ফিরতে হয় তাঁকে। রাজার বিদায়ের পর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস। ১২৪ বলে ৭ বাউন্ডারির সাহায্যে এই মাইলফলকে পৌঁছান তিনি।
সফরকারীদের দুইশঃ
টেইলর ফিরে গেলেও রাজা এবং উইলিয়ামস মিলে দলকে ইতিমধ্যে দুইশ রানের পুঁজি এনে দিয়েছেন। সেঞ্চুরির পথে হাঁটছেন উইলিয়ামস। এখনও ১২ ওভার বাকি রয়েছে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের।ধরে নেয়াই যাচ্ছে বড় লক্ষ্য পেতে যাচ্ছেন মাশরাফিরা।

জোড়া অর্ধশতকের পর অপুর আঘাতঃ
বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে উইলিয়ামস এবং টেইলরের জুটি। শুরুতে বাংলাদেশের বোলাররা চাপে ফেললেও প্রতিপক্ষের দুই ব্যাটসম্যান উইলিয়ামস এবং টেইলর ফিফটি তুলে নিয়ে দলকে বিপদ মুক্ত করেন। দুজনের জুটি ছিল ১৩২ রানের।
কিন্তু গত ম্যাচের মতো এই ম্যাচেও সেঞ্চুরির সুযোগ পেয়ে সেটাকে হাতছাড়া করেন টেইলর। নাজমুল ইসলাম অপুকে উড়িয়ে মাড়তে গিয়ে ৩০ গজের মধ্যে মুশফিকের হাতে ক্যাচ আউট হন তিনি। ৭৫ রানে বিদায় নেন তিনি।
চাপ ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশঃ
৩ ওভারে ২ উইকেট তুলে নিলেও চাপটা প্রতিপক্ষের উপর ধরে রাখতে পারে নি বাংলাদেশ। টেইলর এবং উইলিয়ামসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারীরা। দুজনই দেখে শুনে খেলে স্কোরবোর্ডে রান যোগ করছেন।
জীবন পেলেন টেইলরঃ
দুই উইকেট হারালেও ইতিবাচক ক্রিকেট খেলছিলেন টেইলর। তবে সপ্তম ওভারের শেষ বলে রনিকে অফ সাইডে মাড়তে গিয়ে ব্যাট-প্যাডে লেগে ক্যাচ উঠে যায় তাঁর। কিন্তু ফলো-থ্রু থেকে সেই ক্যাচ নিতে ব্যর্থ হন রনি।
দুই ওপেনারের বিদায়ঃ
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ৬ রানের মাথায় সাজঘরে ফিরেছেন দুই ওপেনার জুহাইয়ো এবং অধিনায়ক মাসাকাদজা।ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এসেই ওপেনার চিপাস ঝুয়াওকে সরাসরি বলে বোল্ড করে সাজঘরে ফেরান সাইফ।
এরপরের ওভারে মাসাকাদজা'র স্ট্যাম্প ভেঙ্গে দেন আবু হায়দার রনি। দুই ওপেনারের বিদায়ে ক্রিজে নেমেছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর এবং শন উইলিয়ামস।
উল্লেখ্য আজকের ম্যাচের একাদশে ফজলে রাব্বির বদলি হিসেবে দলে এসেছেন সৌম্য সরকার। প্রথম দুই ম্যাচে শুন্য রানে আউট হওয়ার পর স্বাভাবিকভাবেই আজ তাঁকে বিবেচনায় আনেননি নির্বাচকেরা।
অপরদিকে দলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে এসেছেন আবু হায়দার রনি। এছাড়াও আজ মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে অলরাউন্ডার আরিফুল হকের। আজকের ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে তাঁর।
এদিকে জিম্বাবুয়ে দলেও এসেছে দুটি পরিবর্তন। আজ টেন্ডাই চাতারা এবং ব্র্যান্ডন মাভুটার পরিবর্তে একাদশে এসেছেন রিচার্ড এনগারাভা এবং ওয়েলিংটন মাসাকাদজা।
বাংলাদেশ একাদশ-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা।