বড় সুযোগ হাতছাড়া করলেন লিটন

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
জিম্বাবুয়ে ২৪৬/৭ ৫০ ওভার
টেইলর ৭৫, রাজা ৪৯, উইলিয়ামস ৪৭
সাইফউদ্দিন ৪৫/৩
বাংলাদেশঃ ১৫২/১ ২৫ ওভার
ইমরুল ৬৩, রাব্বি ০

বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয়ার। তবে সিরিজ জয় নিশ্চিত করতে টাইগারদের জয়ের জন্য করতে হবে ২৪৭ রান। চট্টগ্রামে টসে হেরে ব্যাট করতে নামা সফরকারী জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে করেছে ৭ উইকেটে ২৪৬ রান।
সেই লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ দল। বর্তমানে বাংলাদেশের স্কোর ২৫ ওভারে ১ উইকেটে ১৫২ রান। জয়ের জন্য এখনও ৯৫ রান প্রয়োজন তাঁদের।
সেঞ্চুরি মিসঃ
সেঞ্চুরি হাঁকানোর বড় সুযোগ ছিল লিটন দাসের সামনে। কিন্তু ব্যক্তিগত ৮৩ রানে সিকান্দার রাজাকে উইকেট ছুঁড়ে দেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১২ চার এবং ১ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। লিটনের বিদায়ে ক্রিজে নেমেছেন ফজলে রাব্বি।
লিটনের ফিফটিঃ
প্রথম ম্যাচে ব্যর্থ হলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নিজের সহজাত ব্যাটিংটাই করেছেন লিটন দাস। ৪৫ বলে ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নিয়েছেন ফিফটি। তাঁর ফিফটিতে ইতিমধ্যে দলীয় ১০০ রান পার করেছে বাংলাদেশ। আর মাঠ কুয়াশার কারণে ভেজা থাকায় বোলাররা বল ঠিক ভাবে গ্রিপ করতে পারছেনা। সেই সুবিধাই কাছে লাগাচ্ছেন দুই ওপেনার।
পাওয়ার প্লে'তে উইকেট দেয়নি বাংলাদেশঃ
পাওয়ার প্লে'তে উইকেট ছুঁড়ে দেয়ার স্বভাব থাকলেও এই ম্যাচে সতর্ক হয়েই খেলছে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েস। দুই ব্যাটসম্যানের ব্যাটে ইতিমধ্যে ৫০ পার করেছে মাশরাফি বাহিনী।
রিভিউ নিয়ে বাঁচলেন লিটনঃ
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলেই লেগ বিফরের ফাঁদে পড়েছিলেন ওপেনার লিটন কুমার দাস। কিন্তু রিভিউ নিয়ে জীবন পান এই ডানহাতি ব্যাটসম্যান। জীবন পেয়ে এরপরের ওভারে জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
বাংলাদেশ একাদশ- লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ- হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।