সাইফউদ্দিনের দ্বিতীয়

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
জিম্বাবুয়েঃ ১৮৮/৪, ৩৮ ওভার
রাজা ২৬, মুর ০
জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের সিদ্ধান্তে ইতিমধ্যে ব্যাট করছে সফরকারীরা। বর্তমানে তাঁদের স্কোর ১৮৮ রানে ৪ উইকেট।
সাইফউদ্দিনের দ্বিতীয়ঃ
টেইলর ফিরলেও অপরপ্রান্তে থিতু হয়ে খেলছিলেন শন উইলিয়ামস। বাঁহাতি এই ব্যাটসম্যান এগুচ্ছিলেন ফিফটির দিকেও। কিন্তু ব্যক্তিগত ৪৭ রানে বাঁহাতি এই ব্যাটসম্যানকে বিদায় করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন পেসার সাইফউদ্দিন।

রিয়াদের ব্রেক-থ্রু
বাংলাদেশের বোলারদের বেশ ভালোই ভোগাচ্ছিলেন টেইলর।ফিফটি তুলে নিয়ে এগুছিলেন শতকের দিকেও। কিন্তু ব্যক্তগত ৭৫ রানের সময় মাহমুদুল্লাহ রিয়াদের বলে লেগ বিফরে ফাঁদে পড়তে হয় তাঁকে।
মিরাজের আঘাতঃ
এক প্রান্তে ব্রেন্ডন টেইলর মিরাজের বিপক্ষে দারুণ ব্যাট করলেও তাঁকে উইকেট ছুঁড়ে দিয়েছেন ওপেনার জুহাইয়ো। ইনিংসের ১২তম ওভারে মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে ফজলে রাব্বির হাতে তালুবন্দি হন এই বাঁহাতি ব্যাটসম্যানঃ
টেইলরের প্রতিরোধঃ
নিজের সহজাত ব্যাটিংটাই করছেন জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। মাসাকাদজা শুরুতে ফিরে গেলেও দলের হাল ধরে খেলছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ইতিমধ্যে ২৫ রান করেও ফেলেছেন তিনি। বিশেষ করে মেহেদি হাসান মিরাজকে অনায়েসে খেলছেন টেইলর।
নতুন বলে সাইফউদ্দিনের আঘাতঃ
ইনিংসের প্রথম চার ওভার দেখে শুনেই খেলেছে জিম্বাবুয়ের দুই ওপেনার। ইনিংসের পঞ্চম ওভারে এসে অধিনায়ক মাশরাফি নতুন বল তুলে দেন সাইফউদ্দিনের হাতে। আর বোলিংয়ে এসেই নতুন বলে আঘাত হানেন তিনি। ১৪ রান করা হ্যামিল্টন মাসাকাদজাকে উইকেটের পেছনে ক্যাচ আউট করে বিদায় করেন তিনি।
অপেক্ষাকৃত তরুণ একটি দল নিয়ে এই ম্যাচেও মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দলটিতে রাখা হয়েছে তিন পেসার এবং দুই স্পেশালিস্ট স্পিনারকে। পেসার হিসেবে আজ মাশরাফি এবং মুস্তাফিজের সাথে রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
বাংলাদেশ একাদশ- লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ- হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।