বাংলাদেশের ভাবনায় চট্রগ্রামের কুয়াশা

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
মাঠ শিশির থাকলে বোলিং টিমের জন্য কঠিন হয়ে যায় নিয়ন্ত্রিত বোলিং করার জন্য। বিশেষ করে স্পিনাররা বল গ্রিপ করতে পারেন না ঠিক ভাবে। আর চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে শিশিরের বিষয়টি নিয়ে বেশ সতর্ক অধিনায়ক মাশরাফি।
অধিনায়ক নিজেও একজন বোলার হওয়ার কারণে জানেন কি পরিমান সমস্যার মধ্যে পড়তে হয় দ্বিতীয় ইনিংসে বোলিং করা দলকে। তাই ম্যাচের আগের দিন তিনি জানিয়েছেন, কুয়াশার কথা মাথায় থাকবে টসের সময় সিদ্ধান্ত নিবেন তিনি।

তবে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেলেও তার দলের চেষ্টা থাকবে বড় স্কোর গড়ার। সেই সঙ্গে উইকেট থেকে স্পিনাররা টার্ন পাবেও বলে আশা করছেন কাপ্তান। তবে ব্যাট বল দুই দিক থেকেই সবার কাছ থেকে পারফর্মেন্স চান তিনি।
'যদি কোন অঘটন না ঘটে, তাহলে অবশ্যই বড় রান আশা করছি। নির্ভর করবে, আগে ব্যাট করলে উইকেটে কেমন টার্ন থাকে, পরে ব্যাট করলে কুয়াশা থাকলে অবশ্যই সহজ হবে। তখন আরেক রকম চিন্তা। সব মিলিয়ে হেলদি পারফর্মেন্স আশা করছি দল থেকে, ব্যাট ও বল দুই দিক থেকেই।'
এদিকে দ্বিতীয় ওয়ানডেতে দলের কাছ থেকে প্রথমে ব্যাট করলে ৩০০'র উপর স্কোর প্রত্যাশা করছেন মাশরাফি। জানিয়েছেন, প্রথম ওয়ানডেতেও ৩০০'র উপর স্কোর হওয়া সম্ভব ছিল কিন্তু মাঝে দ্রুত উইকেট হারানোতে তা সম্ভব হয় নি।
'দেখেন, মিরপুরে ২৭০ থেকে বেশি প্রত্যাশা ছিল। যদিও আপনারা দেখেছেন, উইকেট খুবই আনইভেন ছিল। পরে মিথুন ও ইমরুলের জুটির পর মনে হয়েছি আমরা সহজেই ৩০০ বা ৩১০-৩১৫ সম্ভব ছিল।
কিন্তু আরেক পাশ যদি দেখেন, সেটাও ভাল হয়েছে। সাইফুদ্দিন রান করাটা আমাদের দলের জন্য অনেক বড় স্বস্তি। এখানে উইকেট সাধারনত আরও ফেয়ার থাকে। আরও ফ্ল্যাটিস হয়, আরও রান হয়।'