সিরিজে ফেরার ম্যাচে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় রাজপুত

ছবি: লালাচাঁদ রাজপুত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবার আগে জিম্বাবুয়ের কোচ লালাচাঁদ রাজপুতকে দলের টপ অর্ডার এবং ডেথ ওভারের বোলিং নিয়েই বেশি ভাবাচ্ছে। তাঁর মতে দলকে ভাল সংগ্রহ এনে দিতে হলে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে আরও দায়িত্ব নিয়ে খেলা প্রয়োজন।
নিজেদের প্রথম ওয়ানডেতে পরাজয়ের কারণ হিসেবেও টপ অর্ডারের ব্যর্থতাকে বড় করে দেখছেন তিনি। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের করা ২৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০০ রানের ভিতরেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। তবে শেষ পর্যন্ত শন উইলিয়াম ও কাইল জার্ভিসের ব্যাটিং দৃঢ়তায় হারের ব্যবধান কমিয়ে আনে তারা। ২৮ রানের পরাজয় বরণ করলেও উইলিয়াম ও জার্ভিসের প্রশংসা করে রাজপুত বলেন,

'আপনি যদি শেষ ম্যাচের কথা বলেন তাহলে বলবো আমাদের আরও ভাল ব্যাটিং করা উচিৎ ছিল। প্রথম পাঁচ ব্যাটসম্যানকে অবশ্যই দায়িত্ব নিতে হবে এবং একজন ব্যাটসম্যান যদি বড় স্কোর করতে পারে, আমার মনে হয় আমরা অবশ্যই ভাল সংগ্রহ করতে পারব। আমি আসলেই অনেক খুশি এই অবস্থানে থাকার পরেও ভাল লড়াই করতে পেরেছি। উইলিয়াম এবং জার্ভিস আসলেই অনেক ভাল ব্যাট করেছে। চিপাস ভাল একটি শুরু এনে দিয়েছিল, কিন্তু কিছু জায়গা আছে যেখানে আমাদের কঠোরভাবে কাজ করতে হবে। আর মূল জায়গাটি হল প্রথম পাঁচ।'
শুধু ব্যাটিং নয় ডেথ ওভারে নিজেদের বোলিং নিয়েও বেশ চিন্তিত রাজপুত। প্রথম ম্যাচে যেখানে বাংলদেশের ব্যাটসম্যানরা ৩৫ ওভারে নিয়েছিল ১৫৭ সেখানে শেষ ১৫ ওভারে তাঁরা তুলেছিল ১১৪ রান। আজ সেই বিষয়টিই সংবাদ সম্মেলনে তুলে ধরলেন জিম্বাবুইয়ান কোচ,
'আমরা ৩০-৩৫ ওভার পর্যন্ত আসলেই অনেক ভাল বোলিং করেছি। সুতরাং আমাদের ডেথ ওভারের দিকে খেয়াল রাখতে হবে। ব্যাটসম্যানদের জন্য মিডল ওভার অনেক গুরুত্বপূর্ণ। আমরা উভয় ইস্যুই খুঁজে বের করেছি। আশা করি আমরা এই ম্যাচে আরও ভাল করতে পারবো বলে আশা করি।'