হোম অফ ক্রিকেটে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: মাশরাফি বিন মর্তুজা, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে সফরকারী জিম্বাবুয়ে।
মিরপুরের হোম অফ ক্রিকেটে এরই মধ্যে টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আর এই ম্যাচ দিয়েই মূলত দীর্ঘ প্রায় নয় মাস পর ওয়ানডে ক্রিকেট ফিরেছে শের-ই বাংলা স্টেডিয়ামে।

এদিকে এখন পর্যন্ত মোট ৬৯টি ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। যেখানে তাদের জয়ের সংখ্যা ৪১টি এবং পরাজয় ২৮টি।
সুতরাং আজ স্পষ্টভাবেই ফেভারিটের কাতারে এগিয়ে থাকছে মাশরাফি বাহিনী। পাশাপাশি নিজেদের মাটিতে খেলা হওয়ায় আত্মবিশ্বাসের দিক থেকেও এগিয়ে থাকছে তারা।
যদিও ইনজুরির কারণে সাকিব এবং তামিমের মত অভিজ্ঞ দুই ক্রিকেটার থাকছেন না বিধায় শক্তিমত্তায় কিছুটা ভাটা পড়েছে টাইগারদের।
বাংলাদেশ স্কোয়াড-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মোহাম্মদ সাইফুদ্দিন।
জিম্বাবুয়ে স্কোয়াড-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুটা, সলোমন মিরে, পিটার মুর,তারিসাই মুসাকান্দা, রিচার্ড এন গারাভা, জন নাইউম্বু, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, চিপাস ঝুয়াও, সিকান্দার রাজা।