পরিসংখ্যানের আলোকে বাংলাদেশ-জিম্বাবুয়ে

ছবি: বাংলাদেশ ও জিম্বাবুয়ে

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ৭০তম ওয়ানডেতে আজ মাঠে নামার অপেক্ষায় রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে এই ম্যাচের আগে স্পষ্টভাবেই এগিয়ে আছে মাশরাফি বিন মর্তুজার দল।
কারণ ম্যাচ জয়ের দিক থেকে তো বটেই, ব্যক্তিগত পারফর্মেন্সের দিক থেকেও জিম্বাবুইয়ানদের চেয়ে ভাল অবস্থানে আছে বাংলাদেশ। আজকের ম্যাচের আগে দেখে নিন দুই দলের পরিসংখ্যান-
মুখোমুখি- উভয় দলই এখন পর্যন্ত মোট ৬৯টি ওয়ানডে খেলেছে যেখানে টাইগাররা জয় পেয়েছে ৪১টিতে এবং জিম্বাবুয়ে মাত্র ২৮টিতে।
সর্বোচ্চ দলীয় ইনিংস- জিম্বাবুয়েঃ ৩২৩/৭ বুলাওয়ে, ২০০৯ সালে
বাংলাদেশ- ৩২০/৮, বুলাওয়ে
৩০০ এর অধিক স্কোর- জিম্বাবুয়ের ৬টি, বাংলাদেশের ২টি
সর্বনিম্ন স্কোর-
জিম্বাবুয়ে- ৪৪ (চিটাগাং, ২০০৯ সাল)
বাংলাদেশ- ৯২ (নাইরোবি, ১৯৯৭)
সর্বোচ্চ জয়-
জিম্বাবুয়ে- ১৯২ রান, নাইরোবি- ১৯৯৭ সাল

বাংলাদেশ- ১৪৫ রান, ঢাকা- ২০১৫ সাল
সর্বোচ্চ ব্যক্তিগত রান-
১। সাকিব আল হাসান-১৪০৪
২। তামিম ইকবাল-১৩৭৪
৩। ব্র্যান্ডন টেইলর- ১২২২
৪। মুশফিকুর রহিম- ১২০৩
৫। এল্টন চিগুম্বুরা- ১১৯৫
৬। হ্যামিল্টন মাসাকাদজা -১১৫২
সেরা ইনিংস-
জিম্বাবুয়ে- চার্লস কভেন্ট্রি- ১৯৪*, ২০০৯- বুলাওয়ে
বাংলাদেশ- তামিম ইকবাল- ১৫৪, ২০০৯- বুলাওয়ে
সর্বোচ্চ উইকেট-
১। সাকিব আল হাসান- ৭৪
২। মাশরাফি বিন মর্তুজা- ৬২
৩। আব্দুর রাজ্জাক-৫৬
৪। এল্টন চিগুম্বুরা- ২৭ উইকেট
সেরা বোলিং ফিগার-
জিম্বাবুয়ে- ব্রায়ান স্ট্র্যাঞ্জ- ৬/২০, নাইরোবি ১৯৯৭ সাল
বাংলাদেশ- আব্দুর রাজ্জাক- ৫/২৯, ঢাকা- ২০০৯ সাল
সেরা ডিসমিসাল-
বাংলাদেশ- মুশফিকুর রহিমঃ ৫৮ (৪২টি ইনিংস)
জিম্বাবুয়ে- ব্র্যান্ডন টেইলর- ৩৭টি (২৭টি ইনিংস)