এক সময় হারতাম, এখন হারাইঃ সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এক সময় বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ মানেই পুরো দেশ জুড়ে উত্তেজনা বিরাজ করত। 'ছোটদের অ্যাশেজ' বলা হত নিচু সারির দুই দলের এই লড়াইকে। সাকিব আল হাসানদের ক্যারিয়ারের শুরুটা সেই সময়েই হয়েছিল।
সময়ের সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট বদলেছে। বদলেছে জিম্বাবুয়ের ক্রিকেটও, কিন্তু উল্টো পথে। একসময়ে অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, অ্যালিস্টার ক্যাম্পবেল, হিথ স্ট্রিকদের মত তারকায় ভরা দলে এখন তারকা খুঁজে পাওয়া দায়।

ভিন্ন চিত্র বাংলাদেশ ক্রিকেটে, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদদের সাথে মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমানদের মত ক্রিকেটাররা দেশের সীমানা ছাড়িয়ে হয়েছেন বিশ্ব মাপের ক্রিকেটার।
দুই দলের পালাবদলের সময়কে শব্দ বাঁধতে গিয়ে সাকিব বলেছেন, 'আসলে আমার যখন ডেব্যু হয়েছিল তখন আমরা জিম্বাবুয়ের সঙ্গে হারতাম। আর এখন ওদের হারাই।'
রবিবার থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজে অবশ্য সাম্প্রতিক সময়ের মত মাসল ফুলিয়ে নামতে পারছে না বাংলাদেশ দল। কারণ দলের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেলছেন না এই সিরিজে। একই সাথে ক্রিকেটের অনিশ্চয়তার ভয় তো আছেই।
'তবে আমি এখনও মনে করিও ওদেরকে খুব হালকা করে নেওয়ার কিছু নেই। কারণ এ দলেরও সামর্থ্য আছে…আমরা যদি ভুল করি সেটাকে কাজে লাগিয়ে ম্যাচ জিতে যাওয়ার। আমি মনে করি ওদেরকে হালকা করে কেউই নিচ্ছে না নিবেও না। মিসটেক হবে এটা স্বাভাবিক।
'ভুলও থেকেও বেরিয়ে আসা সম্ভব হয়। কিছু কিছু ভুল থেকেও ম্যাচ বের করে আসা সম্ভব, ম্যাচের ভেতরে। আমি খুবই আত্মবিশ্বাসী যে এরকম আত্মবিশ্বাসী আমাদের খেলোয়াড়দের ভেতরে আছে। তারা ওই ভুল গুলো কাটিয়ে করে কামব্যাক করতে পারবে।'