promotional_ad

সৌম্যদের পথের কাঁটা মাসাকাদজা

হ্যামিল্টন মাসাকাদজা, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল। কিন্তু সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত বিসিবি একাদশের বিপক্ষে এই ম্যাচের শুরুতেই বিপদে পড়তে হয়েছিল তাদের। 


এদিন সকাল সাড়ে নয়টায়  টসে জিতে ব্যাটিং করতে নেমে ২২ ওভারে ৬৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসতে হয়েছিল হ্যামিল্টন মাসাকাদজার দলটিকে। তবে এরই মধ্যে অধিনায়ক মাসাকাদজা এবং অলরাউন্ডার এল্টন চিগুম্বুরার ৫৮ রানের জুটিতে বিপদ কিছুটা সামলে উঠেছে সফরকারীরা। মাসাকাদজা এরই মধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন। 


বর্তমানে ক্রিজে ৫৬ রানে ব্যাট করছেন তিনি। অপরদিকে তাঁর সঙ্গী চিগুম্বুরা ২৬ রান নিয়ে ব্যাট করছেন। আর এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুইয়ানসদের স্কোর দাঁড়িয়েছে ৫ উইকেটে ১০৫ রান (৩৪ ওভার)।


ব্যাটিং বিপর্যয়ের শুরু---


ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে মাত্র ৭ রান তুলতেই ওপেনার ক্রেইগ আরভিনের উইকেটটি হারিয়ে বসে জিম্বাবুয়াইনস দল। ইবাদত হোসেনের বলে উইকেটরক্ষক জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আরভিন।



promotional_ad

টিকতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলরও। দলীয় ১৪ রানের মাথায় তাঁকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন টাইগারদের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। 


মাত্র ৬ রান করে টেইলর ফিরলে দলকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব বর্তেছিল শন উইলিমাসের ওপর। কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনিও। ইবাদত হোসেনের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। 


বেশ কয়েক মাস পর জাতীয় দলে ফেরা অভিজ্ঞ সিকান্দার রাজা নেমেছিলেন এরপরে দলের হাল ধরতে। তবে ৯ রান করে মোহর শেখ এলবিডব্লিউ করে ফিরিয়েছেন তাঁকে। 


মাসাকাদজা এবং চিগুম্বুরার লড়াই--


তবে এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও আরেক প্রান্ত আগলে রেখেছেন অধিনায়ক মাসাকাদজা। নতুন ব্যাটসম্যান পিটার মুরকে সাথে নিয়ে ১৯ রানের ছোট একটি জুটি গড়ে বিপদমুক্তর প্রচেষ্টা চালাচ্ছিলেন তিনি। 


কিন্তু ৪ রান করা মুরকে সাইফুদ্দিনের হাতে ক্যাচ বানিয়ে আর সেই লক্ষ্য পূরণ করতে দেননি ইমরান আলি। দলীয় ৪৭ রানের মাথায় পঞ্চম উইকেট হারানো জিম্বাবুইয়ানদের ব্যাটিংয়ের হাল ধরতে ক্রিজে আসেন অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা। তাঁকে সাথে নিয়ে ইনিংস মেরামতের কাজ করছেন অধিনায়ক মাসাকাদজা। অভিজ্ঞ চিগুম্বুরাও দারুণ সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন। 



বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ- 


সৌম্য সরকার (অধিনায়ক), ফজলে মাহমুদ, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন, জাকির হাসান (উইকেটরক্ষক), আরিফুল হক, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসিন আরাফাত, ইবাদত হোসেন, ইমরান আলি, নাইম হাসান, মোহর শেখ।   


জিম্বাবুইয়ানস- 


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর (উইকেটরক্ষক), এল্টন চিগুম্বুরা, তারিসাই মুসাকান্দা, কাউল জারভিস, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা, জন নাইউম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, সলোমন মিরে, ব্র্যান্ডন মাভুটা।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball