সৌম্যর নেতৃত্বে কাল মাঠে নামছে টাইগাররা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে সিরিজের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে ক্রিকেট দল।
বাংলাদেশ সময় সকাল ৯টায় বিকেএসপির মাঠে ৫০ ওভারের এই ম্যাচটি খেলবে দুই দল। ম্যাচটিকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করা হয়েছে। বিসিবি একাদশ নামের এই দলটিকে নেতৃত্ব দিবেন টাইগার ওপেনার সৌম্য সরকার।
এছাড়াও ১২ জনের এই দলটিতে রয়েছেন প্রথমবারের মত জাতীয় দলে ডাক পাওয়া ফজলে রাব্বি। পাশাপাশি মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন এবং আরিফুল হকরাও থাকছেন দলে।

আর উইকেটরক্ষক হিসেবে এদিন দায়িত্বে থাকছেন ২০ বছর বয়সী জাকির হাসান। তবে প্রস্তুতি ম্যাচটি থেকে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিক, রিয়াদ, মাশরাফিদের মত অভিজ্ঞ ক্রিকেটারদের।
উল্লেখ্য আগামী ২১ অক্টোবর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৪ এবং ২৬শে অক্টোবর।
বিসিবি একাদশ-
সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, মোসাদ্দেক হোসেন, জাকির হাসান (উইকেটরক্ষক), আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাইফ উদ্দিন, ইয়াসিন মিশু, এবাদত হোসেন, মোহর শেখ এবং নাঈম হাসান।
জিম্বাবুয়ে দল:
ম্যালকম ওয়ালার, পিটার মুর, এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, গ্রায়াম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, চামু চিবাবা, নেভিল মাডজিভা, লুক জঙ্গয়ে, টাওরাই মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ওয়েলিংটন মাসাকাদজা, ভুসিমুজি সিবান্দা, ব্রায়ান ভিটরি।