promotional_ad

গেইলের পর সরে দাঁড়ালেন লুইসও

এভিন লুইস, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে ২-০ তে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে ফরম্যাটে ভাল করার আশা করছিল উইন্ডিজ ক্রিকেট দল। তবে ২১শে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের আগেই একটি ধাক্কা খেল তারা।


কারণ এরই মধ্যে এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দলটির বিধ্বংসী ওপেনার এভিন লুইস। অবশ্য শুধু এই সিরিজটি থেকেই নয়, লুইস সরে দাঁড়িয়েছেন পুরো সফর থেকেই। ফলে টি টুয়েন্টি সিরিজেও তাঁকে পাচ্ছে না দল। মূলত ব্যক্তিগত কারণেই সফর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই ক্যারিবিয়ান ওপেনার বলে জানা গেছে। 


এর আগে আরেক হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইলও সিরিজটি না খেলার ঘোষণা দিয়েছিলেন। এরই মধ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গেইল এবং লুইসের বদলি হিসেবে কাইরন পাওয়েল এবং নিকোলাস পুরানের নাম ঘোষণা করেছে। 



promotional_ad

পাশাপাশি ডানহাতি পেসার আলজারি জোসেফের পরিবর্তে ওবেদ ম্যাককয়কেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে তারা। পুরোপুরি ফিট না থাকায় এই সিরিজে খেলা হচ্ছে না জোসেফের। 


উইন্ডিজ ওয়ানডে স্কোয়াড-


জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, শাই হোপ, ওবেদ ম্যাককয়, অ্যাশলে নার্স, কিমো পল, কাইরন পাওয়েল, রোভম্যান পাওয়েল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, ওশানে থমাস। 


উইন্ডিজ টি টুয়েন্টি স্কোয়াড-



কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, ওবেদ ম্যাককয়, অ্যাশলে নার্স, কিমো পল, খারি পিয়েরে, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, শিরফানে রাদারফোর্ড, ওশানে থমাস। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball