তারপরও শক্তিশালী বাংলাদেশঃ মাসাকাদজা

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছেনা তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের। তবে এই দুজন না থাকলেও বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছেন না জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তাঁর মতে সাকিব-তামিমকে ছাড়াও শক্তিশালী বাংলাদেশ।
বাংলাদেশে পা দেয়ার পর বুধবার মিরপুরে অনুশীলন করেছে জিম্বাবুয়ে দল। আর অনুশীলনে নিজেদের ঝালাই করে নেয়ার পর সংবাদ মাধ্যমের সাথে আলাপ কালে আসন্ন সিরিজটি নিয়ে কথা বলেছেন তিনি। মাসাকাদজার ভাষায়,

'তামিম-সাকিব দুইজনই বাংলাদেশের জন্য বড় প্লেয়ার। তাঁরা বাংলাদেশের জন্য অনেক দিন ধরেই পারফর্ম করছে। তাদের অনেক প্লেয়ার রয়েছে। আর কিছু বদলী প্লেয়ারও অপেক্ষায় আছে। আমার মনে হয় না সাকিব-তামিম না থাকায় তারা খুব একটা শক্তি হারাবে।'
এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলংকার বিপক্ষে আঙ্গুলে চোট পান ওপেনার তামিম ইকবাল। যেকারণে পুরো এশিয়া কাপ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যেতে হয় তাঁকে। বর্তমানে ইনজুরি থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়া চলছে তাঁর।
আর চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। তাঁরপর চোট কাটিয়ে আফগানিস্তান সিরিজে ফিরলেও উইন্ডিজ সিরিজে ব্যাথানাশক ইনজেকশন নিয়ে খেলতে হয়েছে তাঁকে।
পরবর্তীতে এশিয়া কাপ চলাকালীন সময় পুরনো সেই চোট আবারও মাথাচাড়া দিয়ে উঠলে দেশে ফিরে আসতে হয় তাঁকে। বর্তমানে ইনজুরি থেকে সেরে ওঠার জন্য তিনিও পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।