'কন্ডিশন সম্পর্কে ভাল ধারণা আছে ক্রিকেটারদের'

ছবি: হ্যামিল্টন মাসাকাদজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশে বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জিম্বাবুয়ের স্কোয়াডে এমন বেশ কিছু ক্রিকেটার আছেন যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এদেশের মাটিতে খেলার।
এই তালিকায় অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা এবং নতুন করে দলে ফেরা সিকান্দার রাজা ছাড়াও আছেন ব্র্যান্ডন টেইলর, এল্টন চিগুম্বুরার মত খেলোয়াড়েরা।
আর এ সকল অভিজ্ঞ ক্রিকেটারদের কারণেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভাল ফলাফলের প্রত্যাশা করছেন জিম্বাবুইয়ান দলপতি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন,

'কিছু ক্রিকেটার এখানে এর আগেও খেলেছে। এটা সবসময় সাহায্য করে। কারণ ছেলেরা এখানকার কন্ডিশন সম্পর্কে ধারনা রাখে। তাঁরা জানে কিভাবে এখানে কাজ করতে হয়।'
মাসাকাদজা আরও যোগ করেন, 'আমার মনে হয় আমাদের দলের ৫-৬ জন ক্রিকেটার এখানে খেলেছে। আর অনেকে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছে। কন্ডিশনের জ্ঞান ও এখানে খেলার অভিজ্ঞতা অবশ্যই দলকে সাহায্য করবে।'
উল্লেখ্য এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগের আসরে (বিপিএল) সিলেট রয়্যালসের হয়ে খেলেছিলেন জিম্বাবুইয়ান দলপতি মাসাকাদজা। পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
অপরদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলরেরও রয়েছে বিপিএলে খেলার অভিজ্ঞতা। চিটাগাং কিংসের হয়ে এই টুর্নামেন্টে খেলেছিলেন তিনি।আর এল্টন চিগুম্বুরা ডিপিএলে খেলেছিলেন শেখ জামাল ক্রিকেট ক্লাবের হয়ে এবং বিপিএলে মাসাকাদজার দল সিলেট দলে ভিড়িয়েছিল তাঁকে।
তবে বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতার দিক থেকে সবথেকে এগিয়ে আছেন ওপেনার সিকান্দার রাজা। গত ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসরে গাজি গ্রুপের হয়ে খেলা এই ব্যাটসম্যান বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলেছেন।