ভবিষ্যতের কান্ডারি মিরাজ-মুস্তাফিজ?

ছবি: মিরাজ ও মুস্তাফিজ

|| ডেস্ক রিপোর্ট ||
আর মাত্র কয়েক বছর পরেই ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলবেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। তাঁদের স্থলাভিষিক্ত কারা হতে পারেন এই নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই।
বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এবং সাকিব তামিমদের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম অবশ্য এই ব্যাপারে এগিয়ে রাখছেন মেহেদি হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমানকে।

এই দুই ক্রিকেটারের মাঝে ভবিষ্যতের হাল ধরার মানসিকতা দেখতে পেয়েছেন তিনি। ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে ফাহিম বলেছেন,
'আমরা হয়তো বছরে একজন কিংবা দুইজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার পেতে পারি, সুতরাং পাঁচ বছরে আমরা চার কিংবা পাঁচ জন খেলোয়াড়ের বদলী পাব যারা আন্তর্জাতিক মানের হবে। আমরা মিরাজ এবং মুস্তাফিজের মাঝে এমনই সম্ভাবনা দেখছি।'
তবে বর্তমান বাংলাদেশ দলটিতে যে কোয়ালিটি ক্রিকেটারের অভাব রয়েছে সেটিও স্বীকার করলেন ফাহিম। তাঁর মতে তরুণদের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে ওঠার লক্ষ্য খুব একটা দেখা যায় না এখন। ফাহিমের ভাষ্যমতে,
'এই মুহূর্তে আমাদের ১১ জন কোয়ালিটি ক্রিকেটার নেই কারণ তরুণদের বেশিরভাগের লক্ষ্য থাকে আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার থেকে জাতীয় ক্রিকেটার হওয়া।'