মারকিউ ক্যাটাগরিতে ডি ভিলিয়ার্স-ডু প্লেসিসরা

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী মাসের ১৬ তারিখ থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার নতুন টি-টুয়েন্টি লীগ এমজানসি সুপার লীগ (এমএসএল)। শনিবার টুর্নামেন্টের নাম প্রকাশ করার পর এবার সোমবার লীগে অংশ নেয়া মারকিউ ক্যাটাগরির ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকা দলের ছয় ক্রিকেটার, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, জে পি ডুমিনি, ইমরান তাহির এবং কাগিসো রাবাদা আছেন এই ক্যাটিগরীতে। তাঁরা আরও জানিয়েছে প্লেয়ারর্স ড্রাফট অনুষ্ঠিত হবে আসন্ন বুধবার।

মারকিউ ক্যাটগারিতে থাকা ক্রিকেটাররা বিভিন্ন শহরের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন। যেখানে শোয়ানে স্পার্টান্সের হয়ে খেলবেন সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
এছাড়া ডারবান হিটে থাকছেন হাশিম আমলা, জজি স্টার্সে থাকছেন রাবাদা, নেলসন মেন্ডেলা বে জায়েন্টসে থাকবেন তাহির, কেপ টাউন ব্লিটজসে থাকছেন জে পি ডুমিনি এবং পার্ল রক্সে থাকবেন ফাফ ডু প্লেসিস।
অনুষ্ঠিত ড্রাফট থেকে সবার আগে প্লেয়ার দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছেন ডারবান হিট। নিলামে বিদেশী ক্রিকেটারদের মধ্যে থাকবেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, জেসন রয় এবং ডেভিড মালানের মতো তারকা ক্রিকেটাররা।
এমজানসির অনুবাদ করলে দাঁড়ায় দক্ষিণ, তবে চলিত ভাষায় এটিকে দক্ষিণ আফ্রিকা বোঝায়। আর সেই কারণেই এই নামকরণ করা হয়েছে এই টুর্নামেন্টটির। প্রথমবারের মত আয়োজিত হতে যাওয়া এই লীগে খেলবে মোট ছয়টি দল যা কিনা মূলত শহর কেন্দ্রিক হবে।