ঘরোয়া ক্রিকেটে ফিরলেন মোহাম্মদ আমির

ছবি: মোহাম্মদ আমির

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ তিন বছর পর কায়ে-ই-আজম ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের পেস তারকা মোহাম্মদ আমির। প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে খেলার মাধ্যমে ফর্মে ফিরতে চান তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়ার পর সুই সাউদার্ন গ্যাস কোম্পানি লিমিটেডের হয়ে কায়েদ-ই-আজম ট্রফিতে খেলছেন আমির।
গতকাল ওয়াপদার বিপক্ষে ইসলামাবাদ মারঘাজার ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ফেরার এই ম্যাচে অবশ্য দারুণ বোলিং করেছেন এই পেসার।

এদিন ১৪ ওভার বোলিং করে ৩১ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছিলেন আমির। এরই মাধ্যমে ফর্মে ফেরার আভাস দিয়েছেন ২৬ বছর বয়সী আমির।
কায়েদ-ই-আজম ট্রফিতে খেলার আগে মোট ৫৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন জাতীয় দলের এই বোলার, যেখানে তাঁর শিকার ২১৯টি উইকেট।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েকদিন থেকে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছিলেন তিনি। নিজের খেলা গত পাঁচ ওয়ানডেতে ১টি উইকেটও শিকার করতে পারেননি তিনি।
পরবর্তীতে অজিদের বিপক্ষে সিরিজ থেকেও বাদ পড়তে হয়েছে তাঁকে। সুতরাং কায়েদ-ই-আজম ট্রফি আমিরের জন্য বড় সুযোগ হিসেবেই এসেছে বলা যায়। এই টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করে আবারও জাতীয় দলে ফিরতে চান মোহাম্মদ আমির।
উল্লেখ্য এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৬টি ওয়ানডেতে ৫৮ উইকেট শিকার করেছেন আমির। যেখানে তাঁর ইকোনমি রেট ৪.৭৪। অপরদিকে টেস্ট ফরম্যাট মোট ৩৩টি ম্যাচ খেলে তাঁর শিকার ১০৭টি উইকেট।