মমিনুলের বাদ পড়াটা দুর্ভাগ্যজনক- বাশার

ছবি: হাবিবুল বাশার, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||
২০১৫ সালে ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর প্রায় আড়াই বছর পর এই ফরম্যাটে হুট করে সুযোগ পেয়েছিলেন মমিনুল হক। তাও আবার এশিয়া কাপের মত বড় মঞ্চে। যেখানে দুই ম্যাচ মাঠে নামার সুযোগ হয়েছিল তাঁর। কিন্তু আহামরি কোন পারফর্মেন্স দেখাতে না পারায় বাদ পড়েছেন চলতি মাসে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপ??্ষে ওয়ানডে সিরিজের দল থেকে।
তবে নির্বাচক হাবিবুল বাশারের মতে এটি মমিনুলের জন্য দুর্ভাগ্য হলেও তাঁর ওয়ানডে ক্যারিয়ারের এখনও সমাপ্তি ঘটেনি। এই ফরম্যাটে দলকে এখনও অনেক কিছু দিতে পারবেন তিনি উল্লেখ করে বাশার বলেছেন,
'মমিনুলের বাদ পড়া একটু দুর্ভাগ্য বলব, তাঁর জন্য আমার সহানুভূতি। আমি মনে করি তাঁর ওয়ানডে ক্যারিয়ার কখনই শেষ হয়ে যায় নি। আমার মনে হয় ওয়ানডেতে তাঁর দেয়ার অনেক কিছুই আছে।'

মূলত জিম্বাবুয়ে সিরিজে কিছু ক্রিকেটারকে পরীক্ষা করে দেখার লক্ষ্যেই সিনিয়র ক্রিকেটারদের ওপর বেশি জোর দেয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচক বাশার। পরবর্তী সিরিজগুলোর কথাও মাথায় রাখা দল নির্বাচনের ক্ষেত্রে,
'আমাদের কিছু ক্রিকেটারকে দেখতে হত। এটা আমাদের সুযোগ, কিছু খেলোয়াড় দেখে নেয়া। সামনে আমাদের অনেক গুলো সিরিজ আছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড (নিউজিল্যান্ড) সিরিজের পর বিশ্বকাপ আছে। তো এই জিম্বাবুয়ে সিরিজটা সুযোগ ছিল, কিছু খেলোয়াড়কে দেখে নেয়ার। যেটা বললাম, আমাদের যদি সাকিব তামিম থাকত তাহলে আমরা আরও খেলোয়াড় দেখতে পারতাম। কিন্তু এখানে আমাদের খুব একটা সুযোগ ছিল না', বলেন বাশার।
গত এশিয়া কাপে দুই ম্যাচ খেলে মাত্র ১৪ রান করেছিলেন মমিনুল হক। তবে একজন ব্যাটসম্যানকে যাচাই করার জন্য মাত্র দুটি ম্যাচ যথেষ্ট নয় বলে বিশ্বাস করেন সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার। তবে এরপরেও রান করতে না পারাটাই মমিনুলের বাদ পড়ার অন্যতম কারণ হিসেবে জানিয়েছেন তিনি। বলেছেন,
'আমাদের সেরা কম্বিনেশন ও অভিজ্ঞতার দিকে নজর নিয়ে দল সাজাতে হয়েছে। মমিনুল এশিয়া কাপে যেই দুটি ম্যাচ খেলল, আমি বলব দুটি ইনিংস একজন ব্যাটসম্যানের জন্য যথেষ্ট না। যদি ওই দুই ইনিংসে রান করত, তাহলে ওর জন্য ভাল হত। যেহেতু রান করতে পারেনি আর আমাদের নতুন দুই একজন খেলোয়াড়কে দেখতে হচ্ছে তাই বাদ পড়েছে।'
এশিয়া কাপের দল থেকে জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়েছেন আরেক ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। পুরো এশিয়া কাপ জুড়েই ছিল তাঁর বিবর্ণ পারফর্মেন্স। এশিয়া কাপ শুরুর আগে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা বিব্রতকর ঘটনার প্রভাব যে মাঠের পারফর্মেন্সেও পড়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। টুর্নামেন্টে তিন ম্যাচে করেছেন মাত্র ৩৯ রান। বাশারের কণ্ঠেও তাই ঝরলো সৈকতকে নিয়ে হতাশা,
'মোসাদ্দেকের ফর্ম নিয়ে খুব একটা সন্তুষ্ট নই। যেখানে সে ব্যাট করছে, সাত নম্বরে, সেখানে সে কার্যকরী ব্যাটিং করতে পারছে না। তাঁকে ব্রেক দেয়া হচ্ছে। আশা করি সে ঘরোয়া ক্রিকেটে রানে ফিরবে। সাম্প্রতিক সময়ে ওর ফর্মটা ভাল যাচ্ছে না। এই দুজন কিন্তু আমাদের পরীক্ষিত প্লেয়ার। এরা ফর্মে ফিরলেই আবার সুযোগ পাবে। ওরা বাদ পড়েছে শুধু ফর্মের কারণেই। ফর্ম ফিরে পেলে যে কোন মুহূর্তে চলে আসবে।'